স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য, অনেক দিন পর একদিনে মৃতের সংখ্যা ১০ এর নিচে নামল৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মাত্র ৮ জন৷
শনিবার ছিল ১২ জনে৷ তার আগে শুক্রবার এই সংখ্যাটা ছিল ২২ জনে৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৭৪ জনের৷ পাশাপাশি একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও কমেছে৷ গত ২৪ ঘন্টায় ২০ জন কমে মোট সংখ্যাটা ৬ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,৫,৮৯০ জন৷
শনিবার ছিল ৫,৯১০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬,১১৪ জন৷ অর্থাৎ কলকাতায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এছাড়া শহরে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন৷ শনিবার ছিল ৫১৬ জন৷
শুক্রবার ছিল ৪৬২ জন৷ বৃহস্পতিবার ছিল ৫৮৩ জন৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৬ হাজার ২৫৭ জন৷ কলকাতায় একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৫৭৫ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ১৯৩ জন৷
শনিবার আক্রান্তের সংখ্যাটা ছিল ৭০৮ জন৷ শুক্রবার ছিল ৫৬৪ জন৷ বৃহস্পতিবার ছিল ৭৫৫ জন৷ মোট সংখ্যাটা ছিল ২৮ হাজার ৬১৮ জন৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,২৭৪ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল,৩,২৩২ জন৷ ফলে একদিনে বাড়ল আক্রান্তের সংখ্যা৷
মোট আক্রান্ত ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৭ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৪৮ জনে৷ একদিনের হিসেবে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ তবে শুক্রবার ছিল ৫৫ জন৷ বৃহস্পতিবার ৫৩ জন৷ ফলে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৭৯৪ জন৷
একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬৯ জন৷ ফলে এই পর্যন্ত অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়াল৷ তথ্য অনুযায়ী, ২৮ হাজার ৬৯ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল ২৭ হাজার ৯০০ জনে৷ গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ শনিবার ছিল ৩ হাজার ৮৮ জন৷
শুক্রবার ছিল ৩ হাজার ৮২ জন৷ বৃহস্পতিবার ছিল ৩ হাজার ১২৬ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮ হাজার ৭ জন৷ শুক্রবার ছিল ১ লাখ ১ হাজার ৮৭১ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৭৭.৭৮ শতাংশ৷ শনিবার ছিল ৭৭.৪১ শতাংশ৷ শুক্রবার ছিল ৭৬.৯৬ শতাংশ৷
অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷ যে ৫৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার মাত্র ৮ জন৷ উত্তর ২৪ পরগনার ১৮ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৫ জন৷ হুগলি ৬ জন৷
পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ মালদা ৩ জন৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ কালিম্পং ১ জন৷ আলিপুর দুয়ার ১ জন৷