২০২২ প্রায় শেষ হতে চলল, কিন্তু শীতের আমেজ যেন তেমন নেই। রাতে ও সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও রোদ উঠলেই যেন প্যাভেলিয়ান ছাড়ছে শীত। ময়দানে দুপুরের আলতো রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়া তো দূর, কফি চুমুকেও যেন পরিচিত শীতকে তেমনভাবে পাচ্ছে না বাংলা। প্রশ্ন এখন একটাই বর্ষশেষে শীতের খেল কি বজায় থাকবে বর্ষবরণেও?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উষ্ণ ডিসেম্বরের হাত থেকে খুব সম্ভবত রেহাই কাল থেকে। মঙ্গলবার রাতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৭ ডিগ্রি বেশি ছিল। ডিসেম্বরের শহরে যা রেকর্ড তো বটেই। কাল রাতের তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে কাল দিনের তাপমাত্রায় সামান্য পতন হয়েছে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমেছে তাপমাত্রা। ভোর রাতে সামান্য বৃষ্টি হয়েছে কলকাতার দক্ষিণ ভাগ ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে।