“সমাবর্তন অনুষ্ঠান বাতিল করার উদ্দেশ্যে আচার্যের পদক্ষেপ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের অ্যাকাডেমিক স্বার্থ বিরোধী”। সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (আবুটা) যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থানীয় শাখার আহ্বায়ক দেবব্রত বেরা মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অ্যাকাডেমিক ও প্রশাসনিক অচলাবস্থা নিরসনের দায় আচার্যকেই নিতে হবে বলে এতে দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “এ ধরণের পদক্ষেপ আচার্যের মতো পদ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয় আইন দ্বারা আচার্যকে যে ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে তা বার্ষিক সমাবর্তন সহ সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য, সেগুলিকে ব্যাহত করার জন্য নয়।
যেভাবে তিনি তাঁর ক্ষমতা ব্যবহার করে রাতারাতি উপাচার্যকে অপসারণ করে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান বাতিল করতে চেয়েছিলেন, তার পরিণতিতে আজ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সম্পূর্ণ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের অন্তর্বতীকালীন আদেশের ফলে তিনি যে নতুন কোনও স্থায়ী বা অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না সে বিষয়ে তিনি অবহিত ছিলেন। তা সত্বেও তিনি ভারপ্রাপ্ত উপাচার্যকে অপসারণ করেছিলেন।
আচার্য এবং উপাচার্যের মধ্যে সম্পর্ক ঐতিহ্যগতভাবে অত্যন্ত সম্মানজনক। কিন্তু সেই আদর্শকে উপেক্ষা করে আচার্য যেভাবে উপাচার্যকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল অত্যন্ত স্বৈরাচারী। এ ধরনের মনোভাব উপাচার্য পদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে। শিক্ষাক্ষেত্রে এর পরিণতি উদ্বেগজনক।
আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান অ্যাকাডেমিক ও প্রশাসনিক অচলাবস্থা নিরসনের দায় আচার্যকেই নিতে হবে। অচলাবস্থা নিরসনে রাজ্য সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”