ডার্বিতে হেরে রেফারিকে দুষলেন ইস্টবেঙ্গল কোচ, অস্কার হতাশ হিজাজিদের খেলা নিয়েও
2025-01-11
আরও একটা ডার্বি। আবার সেই একই ফলাফল। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো নিজের দ্বিতীয় ডার্বিতেও ফলাফল বদলে দিতে পারলেন না। প্রথম পর্বের ডার্বিতে ০-২ হারের পর দ্বিতীয় ডার্বিতে ০-১ হারল ইস্টবেঙ্গল। ম্যাচের পর রেফারিকে যেমন দুষেছেন, তেমনই দলের খেলোয়াড়দের ভুলগুলোকেও দায়ী করতে ছাড়েননি। রেফারির ভুলে শনিবার একটি নিশ্চিত পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গল।Read More →