যারা EVM নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাদের কথায় কান দেবেন না

যারা EVM নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাদের কথায় কান দেবেন না।

বিষয় -ইভিএম হ্যাক।

জীবনে কেউ শুনেছে রেডিও, টিভি হ্যাক হয়, নিদেনপক্ষে ইন্টারনেট বিহীন কম্পিউটার? তাহলে একটি বিষয় পরিস্কার, হ্যাক হয় অনলাইনে, অফলাইন মোডে কোনও ডিভাইস কোনও দিন হ্যাক হয় নি, হতে পারে না, আর হবেও না। তাহলে ভোটের জন্য ব্যাবহৃত EVM machine টা আদতে কি অফলাইন না অনলাইন? ভারতবর্ষের প্রতি টি মানুষের জানা উচিত এবং জানেও এটি একটি অফলাইন মোড এবং অনলাইন না হওয়া পর্যন্ত এর পক্ষে ডেটা পরিবর্তন সম্ভব নয়। এছাড়াও বিজ্ঞানের পরিভাষায় আরও তিনটি পর্যায় আছে, Simplex, half duplex and full duplex. অর্থাৎ Simplex পর্যায়ে একজন শুধু ডেটা পাঠাতে পারবে, half duplex এ একজন একটি ডেটা পাঠিয়ে একবার মাত্র result দেখতে পারবে আর full duplex পর্যায়ে দুপক্ষের আদানপ্রদান সম্ভব। এছাড়াও বর্তমান কম্পিউটার বিজ্ঞানে আছে write up, অর্থাৎ programming language এর মাধ্যমে যে strategy write up বানানো হয়। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় এমন এক software তৈরি করা হয়েছে যা নির্দিষ্ট সংখ্যক মানুষের প্রয়োগের পর একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করবে তাহলে সেটি ঝাড়খণ্ড,ওড়িশা,মহারাষ্ট্র,কেরালা,সহ বিভিন্ন রাজ্যে প্রয়োগ হয় না কেন? আচ্ছা ১৩০ কোটির দেশে কি এভাবে সম্ভব? তাহলে তো কবেই সব রোহিঙ্গা দের খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া যেতো, অথবা কাঁটাতার পার করে এদেশে আসা সমস্ত সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষকে। এত কিছু লেখার পর এবার আপনি বিজ্ঞানের যে পর্যায়েই থাকুন অফলাইন অথবা Simplex, half-duplex, full duplex, software development কোথাও বিজ্ঞান কে অস্বীকার করে EVM এর ডেটা পরিবর্তন সম্ভব নয় এটা না মানলে সেটা আপনার ব্যাপার। হয়তো তাই নির্বাচন কমিশন যতবার ভারতবর্ষের রাজনৈতিক দলগুলিকে ডেকেছে প্রমাণ করার জন্য EVM hack সম্ভব কিনা, ততবারই তারা পালিয়ে বেঁচেছে, অথচ ভোট আসলেই যখন হার নিশ্চিত তখন রাজনীতি করতে পিছু পা হয় নি। আর সংবাদমাধ্যম নিজেদের TRP এবং ব্যাবসা বাড়ানোর লোভে একটি অবৈজ্ঞানিক দাবি কেও ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে বা করছেন প্রচুর।

কোনো software এর মাধ্যমেই হ্যাক করা কখনই সম্ভব না বা software change করা সম্ভবপর না। কারন software তৈরী হয় C, C++, JAVA, LOTUS, FORTRAN, PYTHON এই রকম High Level Programming Language দিয়ে। তাই কোনো software change করতে হলে ঐ সব programming language এর karnel ভাঙতে হবে, কারন প্রতিটি software এর back end এ কোনো না কোনো HLL এর Support থাকতেই হবে। আর এটা সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্য এ বিষয়ে তর্ক, মূর্খরা করবে। আর Hacking is highly precious in India, তাই যে এই hacking করছে, তাকে তো NOBEL দেওয়া উচিত।

Indian EVMs are built with Once Write Lock (OWL) process & Read Only Memory (ROM) mechanisms. And also the EVMs are manufactured by secured manufacturing practices, are battery powered and lack any networking capability. They do not have any wireless or wired internet components and interface. So there is 0% chance of duplicity.

✍ স্বর্ণেন্দু দেব এবং রাজশ্রী সিংহ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.