কোভ্যাক্সিন-ন্যাজাল টিকার ‘মিক্সড ভ্যাক্সিনেশন’-এর ট্রায়ালে সবুজ সংকেত প্যানেলের
2021-07-31
এবার কোভ্যাক্সিন এবং ভারত বায়োটেকেরই তৈরি ন্যাজাল করোনা টিকার মিশ্র প্রয়োগের পরীক্ষার বিষয়টিকে সবুজ সংকেত দিল ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’। কমিটির কাছে এই মিশ্র টিকাকরণের পরীক্ষার জন্যে আবেদন জানিয়েছিল ভারত বায়োটেকই। উল্লেখ্য, একই সংস্থার তৈরি হলেও কোভ্যাক্সিন এবং ন্যাজাল টিকা তৈরির ভেক্টর পৃথক। কোভ্যাক্সিন তৈরি হয়েছে নিষ্ক্রিয় ভাইরাসের মাধ্যমে। এদিকে ন্যাজালRead More →