ভারতের ম্যাচ ফিরছে কেরলে, নিউ জ়িল্যান্ড সিরিজ়ের ম্যাচ ছোট শহরে করার ভাবনা বোর্ডের
2025-06-13
আগামী বছর জানুয়ারিতে ভারতে সাদা বলের সিরিজ় খেলতে আসবে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচগুলি ছোট ছোট শহরে দেওয়ার ভাবনাচিন্তা করছে বোর্ড। অর্থাৎ কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলি ম্যাচ পাচ্ছে না। আপাতত যা ঠিক হয়েছে, তাতে জয়পুর, মোহালি, ইনদওর, রাজকোট, গুয়াহাটি, তিরুঅনন্তপুরম এবং নাগপুরে ম্যাচ হতে পারে। আরও কিছুRead More →