হতদরিদ্র ৩৫টি আদিবাসী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিস

লক ডাউন (Lock down) সফল করতে কড়া মনোভাব নিয়েছে পুলিস। আর সেই কড়া পদক্ষেপের সমালোচনা করেছেন অনেকে। কিন্তু এরই মাঝে মানবিক মুখ দেখা গেল পুলিসের। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে পুলিশকর্মীরা পৌঁছে গেল হতদরিদ্র আদিবাসী পরিবারের কাছে। গতকাল সুন্দরবন (Sundarbans) পুলিস জেলার অন্তর্গত সাগর থানার পুলিসকর্মীরা এই মহতী উদ্যোগ নেন।

জানা গিয়েছে, সাগর থানার অন্তর্গত রাধাকৃষ্ণপুর গ্রাম। গ্রামে ৩৫টি আদিবাসী পরিবারের বসবাস। পরিবারগুলি হতদরিদ্র। প্রায় সকলেই দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বর্তমানে লক ডাউন চলায় কাজ বন্ধ থাকায় চরম অসুবিধার মুখে পড়েছিল ওই আদিবাসী পরিবারগুলি। খবর পেয়ে তাদের পাশে দাঁড়ালেন সাগর থানার পুলিসকর্মীরা। গতকাল ২৯শে মার্চ, রবিবার প্রত্যেক আদিবাসী পরিবারের হাতে চালের প্যাকেট, ডাল, আলু, সরষের তেল, মুড়িসহ নানা সামগ্রী তুলে দিলেন তাঁরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক কেনার সামর্থ্যও নেই তাদের। তাই মাস্ক কিনে দিলেন পুলিসকর্মীরা। পুলিসকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সব স্তরের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.