প্রয়াত হলেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত

প্রয়াত হলেন সিপিআই (CPI) নেতা তথা প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত (Gurudas Dasgupta)। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বামপন্থী শ্রমিক নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শ্রমিক সংগঠনের নেতা হিসেবে রাজনীতিতে উত্থান গুরুদাসের। দীর্ঘ কয়েক বছর ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ সময় শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই সিপিআই নেতা।

১৯৮৫ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন। ২০০১ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসেন। ২০০১ এবং ২০০৪ সালে পাঁশকুড়া লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে ঘাটাল থেকে শেষবারের মতো লোকসভার সাংসদ হন গুরুদাস দাশগুপ্ত। সংসদে অধিবেশন যুক্তিবাদী ভাষণের জন্য সুখ্যাতি ছিল এই শ্রমিক নেতার। শ্রমিক প্রতিনিধি হিসেবে সংসদে সরব হয়ে নিজের পৃথক ব্যক্তিত্ব তৈরি করেছিলেন জাতীয় রাজনীতিতে। তাঁর প্রয়াণে বামপন্থী রাজনীতির একটি অধ্যায় শেষ হল বলেই মত রাজনৈতিক মহলের। গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.