বাংলার শিল্পী ও শিল্পকলার প্রদর্শনী ওল্ড কারেন্সি হাউসে

ফুটপাথ উপচে প্রায় রাস্তায় নেমে আসা শহরময় দখলদার আর ক্রমবর্ধমান ভবঘুরে দেখলে মনে একটা ধাক্কা লাগে। এটাই কি কলকাতার পরিচয়? বেশ কিছু ভাল জিনিস আড়ালে লুকিয়ে আছে। যেমন আইএসআইয়ের আম্রপালি, রাজাবাজারে আচার্য ভবন, স্বামী বিবেকানন্দর জন্মভিটের মত বেশ কিছু দ্রষ্টব্য।

গত বছর ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী বিবাদি বাগে ওল্ড কারেন্সি হাউসে একটা বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন। বিষয়— বাংলার শিল্পী ও শিল্পকলা। আজ দীর্ঘ সময় ধরে খুঁটিয়ে দেখলাম। আটটি গ্যালারি, বিভিন্ন সময়কালের, বিভিন্ন শিল্পীর হরেক রকম শিল্পকর্ম। এত উঁচু মানের প্রদর্শনী যে সত্যিই মুগ্ধ হলাম। প্রতিদিন ১০টা-৫টা। প্রবেশমূল্য নেই। সোমবার বন্ধ।

খোঁজ করে জানলাম দর্শক হচ্ছে সামান্যই। এর একটা কারণ, উদ্বোধনের পর করোনার জেরে বন্ধ ছিল কিছুকাল। এখন খুলেছে। কিন্তু অতিথি/পর্যটকরা তো দূরের কথা, শহরবাসীর সিংহভাগই জানেন না। আপনাকে দেখার এবং পরিচিতদের দেখতে বলার অনুরোধ করব। না দেখলে একটা ভাল সুযোগ হারাবেন। তবে আগ্রহ এবং যথেষ্ঠ সময় না থাকলে না যাওয়াই ভাল।

না, এটা ভোটের প্রচার নয়। বাংলারশিল্প ও শিল্পকলার স্বীকৃতি, বেশ কিছুকালের পরিকল্পনার ফসল। মোদী/কেন্দ্রের খারাপ দিকগুলো নিশ্চয়ই বলবেন। এই অসম্ভব ভাল পরিকল্পনাটা দেখবেন না? অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করবেন না? জাস্ট কয়েকটা ছবি সঙ্গে উপহার দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.