Bengal Election Result: ক্ষমতার চেয়ে বেশি চাহিদা ছিল মানলেও এই ফলকে ‘হার’ মানতে নারাজ দিলীপ ঘোষ

তিনি নিজেও বলেছিলেন ২০০-র কাছাকাছি আসন পাবে বিজেপি। কিন্তু ফলাফলে তিন অঙ্কেও পৌঁছতে পারেনি দল। আর সেই ফল স্পষ্ট হয়ে যাওয়ার পরে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘‘আমরা মাত্র ৩ আসনে জিতেছিলাম ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে। সেই জায়গায় ৫ বছরে আমরা যেখানে পৌঁছেছি সেটা কম নয়। তবে এটা ঠিক, যে লক্ষ্য আমরা নিয়েছিলাম তার তুলনায় আমাদের সাংগঠনিক ক্ষমতা কম।’’

কিন্তু বিজেপি গত লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে ১২১ আসনে এগিয়ে ছিল। সেই হিসেবেরও কাছাকাছি নেই বিধানসভা নির্বাচনের ফল। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘লোকসভা আর বিধানসভা নির্বাচনের ফলের মধ্যে ফারাক ছিল। আমার অনেক শক্তি বাড়িয়েছি। কিন্তু রাজ্যের মানুষ আমাদের বিরোধী দল হিসেবেই দেখতে চাইছে। আমরা সেই দায়িত্ব পালন করব।’’


কিন্তু কেন এমন ফল হল? ২০০ আসন পার করার কথা বলে ১০০-র থেকেও অনেক দূরে কেন বিজেপি? দিলীপের বক্তব্য, ‘‘ক্ষমতায় আসার জন্য আরও পরিশ্রম করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ বছর পরিশ্রমের পরে ক্ষমতায় এসেছেন। আমাদের অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।’’ এই নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রায় গোটাটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছিল বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। সেটাও ফল খারাপ হওয়ার কারণ? দিলীপ বলেন, ‘‘এখনই ওই ভাবে কিছু বলা ঠিক হবে না। এই ফলের কারণ, দলের মধ্যে বিশ্লেষণ করে খুঁজে বার করতে হবে।’’

ভোটের মুখে তৃণমূল থেকে অনেক নেতা বিজেপি-তে এসে প্রার্থী হয়ে যান। সেটাও কি দলের কর্মী, সমর্থকরা ভাল ভাবে নেননি? দিলীপের জবাব, ‘‘এই ভাবে কোনও কিছু বলা ঠিক হবে না। কোথায় কেন পরাজয় তা দলে অভ্যন্তরীণ সমীক্ষার পরে জানা যাবে। কিন্তু আমি সার্বিক ভাবে মনে করি, রাজ্যের মানুষ আমাদের আরও ৫ বছর বিরোধী হিসেবে দেখতে চায়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.