আয়কর দফতর করদাতাদের রিফান্ড দিয়েছে ১.৪৬ ট্রিলিয়ন টাকা

নয়াদিল্লি: করদাতাদের আস্থা পেতে আয়কর দফতর দ্রুত আয়করের রিফান্ডের ব্যবস্থা করছে ৷ ফলে ২৮ নভেম্বর পর্যন্ত আয়করের রিফান্ড দেওয়া হয়েছে ১.৪৬ ট্রিলিয়ন টাকা ৷ যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি বলে সরকারি দফতরের আধিকারিক সূত্রে জানা গিয়েছে৷

দফতরের বেঙ্গালুরু অফিস যা এই করদাতা দেরওয়া রিটার্ন ফাইলের বিষয়টি ম্যানেজ করে থাকে তা ইতিমধ্যে বর্তমান অ্যাসেসমেন্ট বর্ষে ২১মিলিয়ন রিফান্ডের দাবি পরীক্ষা করে পাঠাতে সক্ষম হয়েছে নভেম্বর মাসের শেষ পর্যন্ত৷ যা ২০ শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে কারণ এক বছর আগে এই সময়ের মধ্যে ১৭.৫ মিলিয়ন রিটার্ন ফাইল পরীক্ষা করে রিফান্ড পাঠিয়েছিল৷

এই বছর দ্রুত রিফান্ড পাঠানো হচ্ছে ৷ এই ২১ মিলিয়ন রিফান্ডের মধ্যে ৬৮ শতাংই পাঠান হয়েছে রিটার্ন ফাইলের ই-ভেরিফিকেশনের এক মাসের মধ্যেই৷ যেখান গত বছর এই সময়ে এভাবে ৫৭ শতাংশ পাঠানো গিয়েছিল৷ গত বছরের তুলনায় এই বছরে মোট রিটার্ন প্রসেস-এর ক্ষেত্রে ২০ শতাংশ উন্নতি হয়েছে৷ দফতরের কাজের বিশ্লেষণ করে এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে৷

আয়কর আদায়ের ক্ষেত্রে এবং কর ফাঁকি রুখতে দফতর প্রযুক্তির উপর নির্ভর করছে খরচ কমানোর জন্য ৷ তবে অফিসারদের করদাতাদের অভিমুখের দিকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, কর আদায় মন্দ হলেও করদাতাদের যেন কোনও রকম হয়রানির শিকার হতে না হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.