উদ্বোধন — একমাত্র বাংলা পত্রিকা যা ১২৫ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে প্রকাশিত হয়ে চলেছে। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা-র প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। ১৮৯৭ সালে স্বামীজী প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। তিনি বলেছিলেন, ত্যাগ, নিঃস্বার্থ সেবা ও প্রকৃত জ্ঞানলাভের মাধ্যমে সত্যের পথে এগিয়ে যাওয়াই হবে মিশনের আদর্শ। সেইসঙ্গে এই ভাবধারাকে সময়োপযোগী করে সাধারণের মধ্যে প্রচার করার উদ্দেশে একটি পত্রিকার প্রয়োজনীয়তাও অনুভব করেছিলেন তিনি। স্বামীজীর স্বপ্নের সেই পত্রিকার নামই উদ্বোধন। বিবেকানন্দ বলতেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, কাউকে চটালে হবে না। আর বলতেন, অল দ্য পাওয়ার্স অফ গুড অ্যাগেইনস্ট অল দ্য পাওয়ার্স অফ ইভিল…।
‘উদ্বোধন’ প্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালের ১৪ জানুয়ারি। একেবারে শুরুর দিকে পত্রিকার কার্যালয় ছিল কম্বুলিটোলায় ১৪ নং রামচন্দ্র মৈত্র লেনের গিরীন্দ্রমোহন বসাকের বাড়িতে। আট বছর পরে অফিস স্থানান্তরিত হয় বাগবাজারে ৩০ নং বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে। সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ (উদ্বোধনের প্রথম সম্পাদক)। প্রতি সংখ্যার নগদ মূল্য ছিল দুই আনা। এরপর ‘উদ্বোধন’ প্রকাশিত হতে থাকে বাগবাজারে উদ্বোধন লেনের নিজস্ব কার্যালয় থেকে। মুখার্জী লেনের নাম পরিবর্তন করে রাখা হয় উদ্বোধন লেন। উদ্বোধনের বর্তমান সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ।
বাংলা সাহিত্যের প্রায় সকল প্রবাদপ্রতিম সাহিত্যিকরা উদ্বোধনে লিখেছেন নিয়মিত। কে না নেই সেই তালিকায়! রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশ চন্দ্র ঘোষ, শ্রীঅরবিন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, ইন্দিরা গান্ধী, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দোপাধ্যায়, সজনীকান্ত দাস, বনফুল, কালিদাস রায়, আশাপূর্ণাদেবী, নন্দলাল বসু, শঙ্করীপ্রসাদ বসু, জ্যোতির্ময়ী দেবী, শেখ সদরউদ্দীন, রেজাউল করীম, শক্তি চট্টোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায় , প্রভাবতীদেবী সরস্বতী, খগেন্দ্রনাথ মিত্র, আশাপূর্ণাদেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।
শোনা যায়, একসময় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী একাধিক তরুণ ও তরুণীরা স্বামীজীর বাণী ও ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তদানীন্তন গোয়েন্দা বিভাগের স্পেশাল সুপারিন্টেনডেন্ট চার্লস টেগার্ট বৃটিশ সরকারকে ‘উদ্বোধন’ বাজেয়াপ্ত করার পরামর্শ দিয়েছিলেন বলেও শোনা যায়।
আজ এই উদ্বোধন পত্রিকার ১২৫ বছর। বাংলার একমাত্র পত্রিকা, যা বিরতিহীন এত বছর ধরে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে চলেছে। এবং বাঙালির মূল শিকড় ও আদর্শ থেকে এতটুকুও সরে যায়নি।
আপনারা দেখছেন উদ্বোধন পত্রিকার বর্তমান সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দর বিশেষ সাক্ষাৎকার। তিনি বলছেন এই বিপুল কর্মকাণ্ডের কথা, সেইসঙ্গে উঠে এল অধুনা এআই-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও।