গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, প্রবল শ্বাসকষ্ঠ নিয়ে ভর্তি মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে

গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর। পরিস্থিতি বুঝে আজ হাসপাতালে ভর্তি করা হল সুর সম্রাজ্ঞীকে। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তী গায়িকা। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, সোমবার রাত দুটো নাগাদ প্রবল শ্বাসকষ্ট দেখা দেয় শিল্পীর। এরপরেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা বুঝে চিকিৎসকেরা তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করে। শেষ খবর, লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ৯০ বছরে পা দেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন লতা। হিন্দির পাশাপাশি বাংলাসহ একাধিক আঞ্চলিক ভাষাতে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পান লতা মঙ্গেশকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.