মোদী আর শাহ মিলে আজ পূরণ করল বাল ঠাকরে আর অটল বিহারী বাজপেয়ী-এর স্বপ্ন

কেন্দ্র সরকারের তরফ থেকে আজ সোমবার রাজ্যসভায় জম্মু কাশ্মীর থেকে articale 370 তুলে দেওয়ার নির্ণয়কে স্বাগত জানায় শিবসেনা। দলের প্রধান উদ্ভব ঠাকরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের দেশ সম্পূর্ণ ভাবে স্বাধীন হল। উনি বলেন, আজ বালাসাহেব ঠাকরে আর অটল বিহারী বাজপেয়ী জির স্বপ্ন পূরণ হল। উনি আরও বলেন, যারা বিরোধিতা করছেন, তাঁদের জানাতে চাই, এই সিদ্ধান্ত গোটা দেশকে একসাথে রাখার জন্য জরুরি ছিল। এর বিরোধিতা করা উচিত না।

আজ বালাসাহেব জিবিত থাকলে খুব খুশি হতেন। আজকের দিনে উৎসব পালন করা দরকার। আজ দেশবাসীর এক বড় স্বপ্ন পূরণ হল।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় জম্মু কাশ্মীর নিয়ে সরকারের সংকল্প পেশ করেন। শাহ বলেন, কাশ্মীরকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া ধারা 370 এ বড় বদল আনা হয়েছে। এবার শুধু 370 এর A খণ্ড লাগু থাকবে। বাকি খণ্ড গুলোর প্রভাব খতম করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী এর সাথে সাথে কাশ্মীর থেকে 35A হটানোর ঘোষণা করে দিয়েছে। অমিত শাহ কাশ্মীরের পুনর্গঠন করার পস্তাব পেশ করেছেন। এবার থেকে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে গন্য হবে। এছাড়াও লাদাখকে আলাদা কেন্দ্র শাসিত রাজ্য বলে গন্য করা হবে।

রাজ্যসভায় অমিত শাহ এর বয়ানের পর বিরোধীরা চরম হাঙ্গামা করেন। কাশ্মীর নিয়ে অমিত শাহ এর তিনটি বড় ঘোষণা হওয়ার পর বিরোধীরা সংসদে সরকার বিরোধী স্লোগান দেয়। বিরোধীরা জানান, সরকার তাঁদের এরকম কোন বিল সমন্ধ্যে আগে থেকে জানায় নি। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওনার আবাসে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করেন। সেখানে কাশ্মীর নিয়ে তিনটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.