ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গুলির লড়াই, উত্তেজনা সীমান্তে

সীমান্তে ফের বোমা বর্ষণ৷ রবিবার সন্ধ্যা থেকে জম্মু কাশ্মীরের রাজৌরি, সুন্দরবনি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা৷ অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই এলওসি’র এপারে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান৷ পালটা কড়া ভাষায় জবাব দিতে থাকে ভারতও৷ এখনও অবধি দু’তরফের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে।

ভারত-পাকিস্তানের রাজৌরি, সুন্দরবনি সেক্টরে আচমকাই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা৷ ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং শুরু করে৷ জবাব দিতে ময়দানে নামে ভারতের জওয়ানরা৷ পাকিস্তানের দিকে দ্বিগুণ শক্তিতে আক্রমণ করে৷ শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গোলা গুলি বর্ষণ৷

উল্লেখ্য, উদ্বেগের বিষয় হল, সংঘর্ষবিরতির ক্ষেত্রে পাকিস্তান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়৷ এবং সেনাছাউনি কম, সীমান্ত লাগোয়া বসতি এলাকাগুলি লক্ষ্য করে হেভি শেলিং করছে পাক সেনা৷ ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে৷ ক্ষয়ক্ষতির বহর হচ্ছে৷ স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে৷

যদিও চুপ করে বসে নেই ভারতও৷ প্ররোচনা ছাড়া পাক গোলাগুলি বর্ষণ শুরু করলেই ভারতও এপার থেকে সমুচিত জবাব দেয়৷ লেফটেন্যান্ট জেনারেল পরমজিত সিং এর আগে জানিয়েছিলেন, ভারতের প্রত্যুত্তরে পাকিস্তানেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এলওসিতে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা আছে৷ পাকিস্তান হামলা করলেই জওয়ানরা দেরি না করে পাল্টা জবাব দিতে শুরু করে৷ ভারতের ছোঁড়া প্রতিটা অস্ত্র লাগে সঠিক নিশানায়৷ যার ফলে অনেক পাক সেনার মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.