ঘুরে কিনলে কমেই মিলছে শাক সবজি মাছ , সস্তা মুরগি

 যারা রোজকার বাজার রোজ করেন তারা জেনে নিন কেমন রয়েছেন শুক্রবারের শাক সবজি মাছের বাজারদর।

সবজি : খোলা বাজারে জ্যোতি আলু ১৮-২২টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু ২৪ টাকা কিলো আলু, পেঁয়াজ ৪০ টাকা প্রতিকিলো, আদা ১২০ টাকা প্রতিকিলো, কুমড়ো ৩০ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১০-২০ টাকা। উচ্ছে ১০০ টাকা প্রতিকিলো, ঝিঙে ৩০-৪০ টাকা প্রতিকিলো, এঁচর – ৫০-৬০ টাকা প্রতিকিলো। বেগুন – ৩০ টাকা প্রতিকিলো, টমেটো ২০-৩০ টাকা প্রতি কিলো, লঙ্কা ৫০ টাকা প্রতিকিলো, গাজর ৪০ টাকা প্রতিকিলো, বাধা কপি ১০-১৬ টাকা কিলো।

মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৬০-২২০ টাকা।রুই (কাটা) ২০০-২৫০ টাকা, কাতলা (গোটা) ২৫০-২৮০টাকা, কাতলা (কাটা) ৩৫০-৪০০টাকা, বাটা-১৮০টাকা, ভেটকি ৩৫০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-৭০০ টাকা, বাগদা ৬০০-৮০০ টাকা, তোপসে ৬০০-৮০০ টাকা, পমফ্রেট ৫০০- ৬০০ টাকা, চিতল ৭০০-৮০০ টাকা, পাবদা -৫০০-৬০০ টাকা, ট্যাংরা ৫০০-৭০০ টাকা, পার্শে ৩০০-৫০০টাকা।

মাংস: মুরগি ১০০ টাকা কিলো, পাঁঠা ৬৪০ – ৬৮০ টাকা কিলো।

পাইকারি বাজার সবজির দর

সবজি: জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো, পেঁয়াজ ৩০ টাকা প্রতিকিলো, আদা ৭০ টাকা প্রতিকিলো, ২০ টাকা প্রতিকিলো, কুমড়ো ১২-১৪ টাকা প্রতিকিলো, উচ্ছে ৬০-৬৫ টাকা প্রতিকিলো, ঝিঙে ২০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫ টাকা প্রতিকিলো, টমেটো ২০ টাকা প্রতিকিলো, লঙ্কা ২৫-৩০ টাকা প্রতিকিলো, গাজর ২০-২৫ টাকা প্রতিকিলো, বাধা কপি ১২ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১০-২৩ টাকা, বরবটি ৩৫–৪০ টাকা প্রতিকিলো, করলা ২৮–৪০ প্রতিকিলো, লাউ ১৪ –১৫ টাকা প্রতিকিলো৷ পেপে ১২-১৫ টাকা প্রতিকিলো, সিম- ৩৫-৪০ টাকা প্রতিকিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.