মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি জ্বালানির, ভ্যাকসিনকে দায়ী করলেন পেট্রোলিয়াম মন্ত্রী!

গত ২৫ দিনে বিপুল বেড়েছে পেট্রোল-ডিজেলের (petrol diesel) দাম (price)। তার অঙ্ক দেখকে চমকে যাবেন। দ্রুত দু একদিন ছাড়াই বাড়ছে জ্বালানির দাম (fuel price)। দেখা যাচ্ছে গত ২৫ দিনে পেট্রোলের দাম বৃদ্ধি বেড়েছে ৬.০৯ টাকা। ডিজেলের (diesel) দাম বেড়েছে ৬.৩০ টাকা বেড়েছে ৷

গতকাল সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়ে যায়। পাল্লা দিয়ে বেড়ে যায় ডিজেলের দাম। দাম বাড়ে প্রতি লিটারে ২৯ পয়সা। পেট্রোল তো রাজ্যে ১০০ ছুঁই ছুঁই। সোমবার ৯০ পেরোয় ডিজেল। অর্থাৎ সেটিও সেঞ্চুরিমুখী বললে ভুল হয় না। গতকাল সোমবার কলকাতায় পেট্রোলের দাম হয় লিটারে ৯৬.৩৪ টাকা। ডিজেলের দাম লিটারে ৯০.১২ টাকা।

কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই দাম বৃদ্ধি নিয়ে বলেছেন, ‘মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু এক বছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।’

অর্থাৎ তাঁর কথা অনুযায়ী ভ্যাকসিনের জন্য পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। এদিকে পেট্রোল-ডিজেলের এমন দাম বৃদ্ধি প্রভাব ফেলছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর। সবকিছুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। আর্থিক সমস্যায় মধ্যবিত্ত পরিবার। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

পেট্রল ও ডিজেলের দাম কি এত ব্যয়বহুল? ভারতে পেট্রোল এবং ডিজেলের প্রকৃত মূল্য এখন প্রায় ৩৩ টাকা। তবে এটির ওপরে চাপানো প্রচুর করের কারণে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল কিনতে গ্রাহকদের ব্যয় করতে হচ্ছে মোটা টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপরে ৩২.৯০ টাকা এবং ডিজেলের উপরে প্রতি লিটারে ৩১.৮০ টাকা শুল্ক আদায় করে। এর পরে রাজ্য সরকার ভ্যাট এবং শুল্ক আরোপ করে। পাশাপাশি গ্রাহকদের পরিবহন ব্যয়ের বোঝাও বহন করতে হয়। আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে অপরিশোধিত তেলের দাম এবং টাকার ভিত্তিতে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) নির্ধারণ করা হয়।

কীভাবে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয় ? ভারতে পেট্রল-ডিজেলের দাম চার ধাপে ঠিক করা হয় —
প্রথমতঃ শোধনাগার, এখানে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রো পণ্যগুলির অপরিশোধিত তেল কেনা হয়।
দ্বিতীয়তঃ তেল সংস্থা, তারা তাদের লাভ রেখে এবং পেট্রোল পাম্পে তেল সরবরাহ করে।।তৃতীয়তঃ এখানে পেট্রোল পাম্প মালিকরা তাদের নির্দিষ্ট কমিশন পেয়ে থাকেন। চতুর্থতঃ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাপানো আবগারি শুল্ক এবং ভ্যাট প্রদানের মাধ্যমে সাধারণ জনগণ সেই তেল কেনেন।

এছাড়াও, আপনি যদি নিজেই আপনার শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে চান তাহলে অনুসরণ করুন এই পদ্ধতি–ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট আনুযায়ী, আরএসপি (RSP) ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা। এই কোড অবশ্য আপনি ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটেই পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.