Bangladesh: জার্মানিতে প্রথম বাংলা বইমেলা! আনন্দে উদ্বেল বাঙালি বইপ্রেমীরা…

বাংলা বইয়ের বিশ্বজয়। এবার জার্মানিতে বাংলা বইয়ের মেলা। জার্মানির ফ্রাংকফুর্টে আগামী ১৮ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী বইমেলা ফ্রাংকফুর্ট বইমেলা। ৭৫তম এই মেলায় যোগ দিতে যাচ্ছে বাংলাদেশও! ফলে বিশ্ববিখ্যাত এই মেলায় থাকছে বাংলাদেশ প্যাভিলিয়নও। এই প্রথম জার্মানিতে বাংলা বইমেলার আয়োজন করা হচ্ছে। এই বইমেলার আয়োজন করছেন ফ্রাংকফুর্টের প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২১ অক্টোবর বসবে এই মেলা। 

ফ্রাংকফুর্টে প্রবাসী বাংলাদেশিরা জার্মানিতে আয়োজিত হতে চলা এই প্রথম বাংলা বইমেলা নিয়ে খুবই উল্লসিত। তঁরা বলছেন, ওই বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিদেশের মাটিতে যেখানেই বাংলাভাষাভাষী মানুষ রয়েছেন, সেখানেই বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার এই নতুন অর্জন তাঁদের উদ্বুদ্ধ করবে।

এরপর জার্মানিতে বাংলা বই সহজে কীভাবে পাওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হবে। জার্মানি-সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালি লেখক, কবি-সাহিত্যিকেরা এই  মেলায় অংশ নেবেন।

ফ্রাংকফুর্ট বইমেলার তরফে জানানো হয়েছে, এবারের মেলায় অতিথি-দেশ হিসেবে থাকছে স্লোভেনিয়া। দেশটির ৭৫ জন লেখক, অনুবাদক ও সাংস্কৃতিক কর্মী মেলা উপলক্ষে ফ্রাংকফুর্টে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.