সনাতন মানবতার ধর্ম! সনাতন একমাত্র ধর্ম, বাকি সব উপ-সম্প্রদায় বা উপাসনা পদ্ধতি, জবাব দিলেন যোগী

সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন পুত্র উদয়নিধির মন্তব্যে। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নাম উল্লেখ না করে এবার সেই বিতর্কের জবাব দিলেন যোগী আদিত্যনাথ। গোরক্ষনাথ মন্দিরে ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম। বাদবাকি উপ-সম্প্রদায় অথবা উপাসনা পদ্ধতি।”

উত্তর প্রদেশের গোরক্ষনাথ মন্দিরে সপ্তাহব্যাপী শ্রীমত ভাগবত কথা জ্ঞান যজ্ঞ নামের একটি ধর্মীয় সমাবেশ চলছে। সেখানেই বক্তব্য রাখেন যোগী। তিনি বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম। বাকি সব উপ-সম্প্রদায় বা উপাসনা পদ্ধতি। সনাতন ধর্ম হলো মানবতার ধর্ম। এই ধর্মকে আক্রমণ করা হলে বিশ্বজুড়ে মানবতার সংকট তৈরি হবে।”

একইসঙ্গে ভাগবত গীতা প্রসঙ্গে যোগী বলেন, গীতাকে বুঝতে মুক্ত মানসিকতার প্রয়োজন। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এর বিশালতাকে ধরতে পারবে না কখনোই।

প্রসঙ্গত উল্লেখ্য, সনাতন অ্যাভোলিসন কনফারেন্সে যোগ দিয়ে উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা হয় না। সেগুলির অবলুপ্তি ঘটানো হয়। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, কিংবা করোনার বিরোধিতা করি না, সেটাকে নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। সনাতন শব্দটা সংস্কৃত থেকে এসেছে, এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

এই মন্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় ওঠে। পদ্ম শিবিরের রোষানলে পড়েন তামিলনাড়ুর মন্ত্রী। তাকে শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরম হংস আচার্য। উদয়নিধির পাশাপাশি এ রাজা সহ ১৪ জনকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। নোটিশ পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারকেও। উদয়নিধির বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে। তার ভিত্তিতে রুজু হওয়া মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.