এবার জম্মু-কাশ্মীর, মহামারী ঘোষিত হল ব্ল্যাক ফাঙ্গাস

 ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে ইতিমধ্যেই মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ অনুসারে এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। মহামারী রোগ আইন-১৮৯৭ অনুযায়ী সোমবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।
এদিন জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্য ও মেডিক্যাল শিক্ষা দফতরের টুইট করে জানানো হয়েছে, মহামারী রোগ আইন-১৮৯৭-এর অধীনে ২ নম্বর ধারা অনুযায়ী ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারী ঘোষণা করা হল। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পুঞ্চের একজন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। করোনা-আক্রান্ত রোগীরাই ব্ল্যাক ফাঙ্গাসে বেশি আক্রান্ত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.