শেষ হল বৈঠক, জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের সভাঘরে প্রায় দু’ঘণ্টা আলোচনা মুখ্যসচিবের

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেও জট কাটেনি। এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার সকালে তাঁরা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। দুপুরে তার জবাব এসেছে। মুখ্যসচিব নবান্নের সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক হবে। ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়েছে। মুখ্যসচিবের ইমেল পাওয়ার পর ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০ key status

চলছে কার্যবিবরণী লেখা

বৈঠক শেষ হলেও কার্যবিবরণী লেখার কাজ চলছে। নবান্নের সভাঘরে রয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। তাঁরা কার্যবিবরণী লেখার জন্য স্টেনোগ্রাফার নিয়ে গিয়েছিলেন।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫ key status

শেষ হল বৈঠক

নবান্নের সভাঘরে মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ হয়েছে বলে খবর। তবে এখনও তাঁরা নবান্ন থেকে বেরিয়ে আসেননি। প্রায় দু’ঘণ্টা আলোচনা চলেছে।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২ key status

দু’ঘণ্টা পার, চলছে বৈঠক

নবান্নের সভাঘরে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঢুকেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। সাড়ে ৯টার পরেও বৈঠক চলছে।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ key status

বৈঠক চলছে

নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিব এবং টাস্ক ফোর্সের সদস্যদের বৈঠক চলছে।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৭ key status

স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হয়েছে

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্টেনোগ্রাফার নিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার নবান্নেও স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হয়েছে। বৈঠকের কার্যবিবরণী লেখার কাজ করবেন তাঁরা।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২ key status

নবান্নে পৌঁছল বাস

নবান্নের সামনে পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের বাস। নবান্নের বাইরে তাঁদের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছেন। ৬টা ১৫ মিনিটে তাঁদের পৌঁছতে বলা হয়েছিল। এক ঘণ্টা দেরিতে তাঁরা নবান্নে পৌঁছেছেন।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৩ key status

নবান্নের পথে বাস

জুনিয়র ডাক্তারদের বাস নবান্নের উদ্দেশে এগোচ্ছে। এজেসি বোস রোড উড়ালপুলে রয়েছে বাস।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৭ key status

রওনা দিল বাস

সল্টলেক থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের নিয়ে বাস রওনা দিল নবান্নের উদ্দেশে। ৬টা ১৫ মিনিটের মধ্যে তাঁদের নবান্নের সামনে পৌঁছতে বলা হয়েছিল। কিন্তু বাস দেরিতে ছাড়ায় বৈঠক শুরু হতে বেশ খানিকটা দেরি হবে।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৩ key status

বাসে উঠছেন জুনিয়র ডাক্তারেরা

স্বাস্থ্য ভবনের সামনে বাস পৌঁছে গিয়েছে। জুনিয়র ডাক্তারেরা একে একে বাসে উঠছেন। ৩০ জন প্রতিনিধি নবান্নের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০ key status

কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নয়

ডাক্তারেরা জানিয়েছেন, এই সমস্ত দাবি নিয়ে সরকারের থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ছাড়া তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান এবং কর্মবিরতির প্রশ্নে কোনও পদক্ষেপ করতে পারছেন না।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯ key status

ডাক্তারদের তৃতীয় দাবি

ডাক্তারদের তৃতীয় দাবি, প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা যাঁরা ঘটিয়েছেন, ঘটিয়ে চলেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়তে হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্তরে বিশেষ কমিটি গড়তে হবে। এই কমিটিগুলিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। ডাক্তারেরা আরও বলেন, ‘‘শুধুমাত্র যাঁরা বিভিন্ন কলেজে এই কাজগুলি করছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপই যথেষ্ট নয়; প্রয়োজন প্রতিটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা। এর জন্য সব ক’টি মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টরস’ অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি দিতে হবে, প্রতিটি মেডিক্যাল কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন করাতে হবে। প্রতিটি কলেজ এবং হাসপাতালের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটিতে (কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি) নির্বাচিত জুনিয়র ডাক্তার/ ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। হাউস স্টাফশিপ নিয়োগের ক্ষেত্রে শাসকদলের যে ব্যাপক দুর্নীতি প্রতিটি মেডিক্যাল কলেজে চলে, তা বন্ধ করতে হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার নিয়োগ করতে হবে। বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়াতে যে দুর্নীতি ও স্বজনপোষণ চলে, তা বন্ধ করতে হবে।’’

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত পর্যবেক্ষণে জানিয়েছে, ডাক্তারদের দাবিগুলি নিয়ে অবিলম্বে রাজ্যের পদক্ষেপ করা উচিত।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৩ key status

দ্বিতীয় দাবি কী?

জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি, একটি কেন্দ্রীয় ‘রেফারাল সিস্টেম’ গড়ে তোলা। যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে ক’টি বেড খালি আছে, সেই তথ্য সকলে জানতে পারেন। এতে রোগীদের হয়রানি বন্ধ করা যাবে, নির্মূল হবে হাসপাতালে ভর্তি নিয়ে গড়ে ওঠা দালালচক্র। এ ছাড়া তাঁদের দাবি, প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যথাযথ সংখ্যক কর্মী নিয়োগ করতে হবে।  চুক্তিভিত্তিক কর্মীর বদলে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। সমস্ত স্তরের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলির পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে, রক্তপরীক্ষা থেকে অন্যান্য যাবতীয় পরীক্ষানিরীক্ষার পরিকাঠামো যথাযথ ভাবে গড়ে তুলতে হবে। এর জন্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব-সহ টাস্ক ফোর্স গড়ার দাবিও জানানো হয়েছে। 

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮ key status

কী কী দাবি?

কী কী দাবি নিয়ে নবান্নে বুধবার যাচ্ছেন আন্দোলনকারীরা? তাঁদের প্রথম দাবি— প্রতিটি মেডিকাল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্ট রুম, আলাদা শৌচাগার, প্রতিটি রেস্ট রুমের সামনে সিসিটিভি, যথাযথ নিরাপত্তাকর্মী, প্রতিটি অন কল রুমে প্যানিক বাটন, প্রতিটি হাসপাতালের ফাঁড়িতে নির্দিষ্ট সংখ্যায় নারী পুলিশকর্মী নিয়োগ। হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে আইসিসি গঠন করা। কলেজ স্তরে এই দাবিগুলিকে রূপায়ণ করার জন্য রাজ্য সরকারের কাছে কলেজভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার দাবি জানিয়েছেন তাঁরা। টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব রাখার দাবিও জানানো হয়েছে।   

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১০ key status

বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা

নবান্নের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। সাংবাদিক বৈঠকে তেমনটাই জানালেন।

timer শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬ key status

সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারেরা

নবান্নের বৈঠকের আগে সাংবাদিক বৈঠক করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা তাঁদের দাবিগুলি ব্যাখ্যা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.