‘ফুটবলের রাজা’ হারিয়ে গেল চিরতরে! বছর শেষে পেলে-শোকে সিনেমার তারকারা

বছর শেষেই ঘটে গেল সেই অঘটন। দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন ‘ফুটবলের রাজা’। বিশ্ব জুড়ে অগণিত মানুষ প্রার্থনা করেছিলেন তাঁর জন্য। কিন্তু সব প্রার্থনাকে পিছনে ফেলে চলে গেলেন পেলে। গোটা বিশ্বের ফুটবল-প্রেমীদের চোখে আজ জল। তিনিই একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জয় করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২।

পেলের মৃত্যুতে শোকাহত বলিউড-টলিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন বলিউড-টলিউডের তারকারা। করিনা কাপুর, শিল্পা শেট্টি, অভিষেক বচ্চনরা নিজেদের মন খারাপ উজার করে দিলেন সামাজিক মাধ্যমে। পেলেকে নিয়ে পোস্ট করেছেন বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও মধুমিতা সরকাররাও।

পেলের একটা ছবি শেয়ার করে করিনা লিখলেন ‘রাজা’। ভিকি কৌশল লিখলেন ‘আত্মার শান্তুিকামনা করি’। শিল্পা শেট্টি ফুটবলের এই মহারথীর ছবির নীচে লিখলেন ‘লেজেন্ড #পেলে… আত্মার শান্তি কামনা করি।’

https://www.instagram.com/p/Cmw6NH0plZS/embed/captioned/?cr=1&v=14&wp=508&rd=https%3A%2F%2Fbangla.hindustantimes.com&rp=%2Fentertainment%2Fkareena-kapoor-khan-vicky-kaushal-abhishek-bachchan-rituparna-sengupta-mourns-pele-s-death-31672373605385.html#%7B%22ci%22%3A0%2C%22os%22%3A6360.700000047684%7D

অভিষেক বচ্চনের ফুটবল প্রেম কারওরই অজানা নয়। নিজের ফুটবল দলও আছে। জুনিয়ার বচ্চন লিখলেন এক লম্বা বার্তা ফুটবলের মহারাজের জন্য– ‘ছোটবেলায় বাবা আমাকে পেলে ম্যাজিকের সঙ্গে পরিচয় করিয়েছিল। আর সেই থেকেই তৈরি হয় ফুটবলের প্রতি আজীবন ভালোবাসা। আমাদের কাছে ওঁর আর ব্রাজিল টিমের ভিএইচএস টেপ আছে শেলফ ভর্তি। আমি বাবার সঙ্গে বসে ওগুলো দেখতাম মন দিয়ে। যখন ভারতে এলেন আমি কোনওভাবে ওঁর অটোগ্রাফ করা একটা জার্সি জোগাড় করতে পেরেছিলাম। যেটা আমার অফিসে গর্বের সঙ্গে টানানো আছে। ধন্যবাদ স্যার আমাদের জোগা বোনিতো শেখানোর জন্য আর কোটি-কোটি মানুষের হিরো হওয়ার জন্য। শান্তি কামনা করি আত্মার সেরা পেলে।’

অনুপম খের টুইট করেছেন, ‘প্রিয় পেলে! আপনি এবং আপনার খেলা, এবং আপনি যেভাবে খেলেছেন তা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সর্বদা #GameChanger হয়ে থাকবে। তারা ফুটবল খেলে কি না তাতে কিছু যায় আসে না। অনুপ্রেরণামূলক জীবনের জন্য আপনাকে ধন্যবাদ। #রিপ_লেজেন্ড #ওমশান্তি #পেলে।’

টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা, মধুমিতাদের পোস্টেও পেলে হারানোর শোকবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.