চাঁদের পর এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ১। একের পর এক ইতিহাস গড়ছে ভারত। ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। মানব জাতির কল্যাণে সৌরযানের উড়ান বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার আদিত্য এল ১-এর সফল উৎক্ষেপণের পর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চন্দ্রযান -৩ ঐতিহাসিক সাফল্যের পর ভারত তার মহাকাশ অভিযানে আরও এগিয়ে চলেছে। এবার সূর্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে আদিত্য এল ১। ভারতের প্রথম সৌর অভিযানের জন্য সমস্ত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অনেক অভিনন্দন। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই সাফল্য এসেছে। মানবজাতির কল্যাণের জন্যই এই উড়ান সৌরযানের। আগামী দিনেও মানুষের স্বার্থে বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগানো হবে।
শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে মহাশূন্যে পাড়ি দিয়েছে আদিত্য এল ১। তার লক্ষ্য সূর্য। অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগিয়ে যাবে এই সৌরযান। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল-১। তারপর পৌঁছাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে। সেখানে পৌঁছে এল এক পয়েন্ট থেকে সূর্যের নানা কাজ নিরীক্ষণ করবে। ইসরোর এই সৌরযানের মূল লক্ষ্য সৌর করোনা ও সৌর বাতাস। প্রতিদিন ১৪৪০টি করে ছবি সে পাঠাবে পৃথিবীতে। এ ছাড়া আদিত্য এল ১-এ থাকছে সাতটি পে-লোড যার মধ্যে সূর্য থেকে আসা আলোর পরীক্ষা করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করবে ও শক্তি নির্ধারণ করবে।