ত্রিদলীয় সিরিজ়ের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা হল না বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের। সুযোগ পেয়েছেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। ভারতের দু’টি অনূর্ধ্ব-১৯ দল এবং আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে হবে প্রতিযোগিতা।
বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে নভেম্বরের ১৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত হবে অনূর্ধ্ব-১৯ ত্রিদলীয় প্রতিযোগিতা। ভারত ‘এ’ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে পঞ্জাবের বিহান মলহোত্রকে। ভারত ‘বি’ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হায়দরাবাদের অ্যারন জর্জ। কোনও দলেই সুযোগ হয়নি বিহারের ১৪ বছরের ব্যাটার সূর্যবংশীর। আর এক তরুণ প্রতিভা মাত্রেকেও রাখা হয়নি কোনও দলে।
বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আয়ুষ মাত্রেকে এই প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হয়নি। ও এখন মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলছে। বৈভব সূর্যবংশীকেও কোনও দলে রাখা হয়নি। ও ভারত ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপের দলে রয়েছে।’’ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেছেন, সূর্যবংশী, মাত্রে উঁচু পর্যায়ের ক্রিকেটে খেলছে। এই প্রতিযোগিতা ওদের মতো ক্রিকেটারদের জন্য নয়।
সূর্যবংশী এবং মাত্রেকে রাখা না হলেও দ্রাবিড়ের প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার পুত্র অন্বয়কে রাখা হয়েছে ভারত ‘বি’ অনূর্ধ্ব-১৯ দলে। কর্নাটকের হয়ে বিনু মাঁকড় ট্রফিতে ভাল পারফরম্যান্সের সুবাদে নির্বাচিত হয়েছে ভারতীয় দলের প্রাক্তন কোচের ছেলে। এই দলে রয়েছে বাংলার রোহিত কুমার দাস।

