বিবেক সহায়ের জায়গায় রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন আইপিএস (IPS) অফিসার জ্ঞানবন্ত সিং। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হল। নন্দীগ্রামে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় শনিবার নিরাপত্তা অধিকর্তা থেকে শুরু করে জেলাশাসক, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে অপসারিত করেছিল কমিশন। বাকি পদগুলিতে পরিবর্ত নাম ঘোষণা করা হলেও, বাকি ছিল নিরাপত্তা অধিকর্তা পদ। সশস্ত্র পুলিশের এডিজি (ADG, Armed force) পদ থেকে জ্ঞানবন্তকে সেই পদেই নিয়ে আসা হল।

গত বুধবার সন্ধেয় নন্দীগ্রামের বিরুলিয়ায় গিয়ে জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোট পান তিনি। অসুস্থ অবস্থায় রাতেই কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। দেড়দিন এসএসকেএম হাসপাতালে ভরতি ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জখম হওয়ার এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনীতির রং লেগেছিল। একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিদল। অন্যদিকে পর্যাপ্ত তদন্তের দাবিতে কমিশনে যায় বিজেপি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথাও বলা হয়েছিল। তাঁদের রিপোর্ট নিয়ে রবিবার কমিশনের ফুলবেঞ্চ বৈঠকে বসে।

আর সেই বৈঠকের পরই রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদ থেকে বিবেক সহায়কে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগেই সরানো হয়েছে তাঁকে। পাশাপাশি, সরানো হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় স্মৃতি পাণ্ডেকে। এরপর সরানো হয় পূ্র্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকেও। তাঁর জায়গায় দায়িত্বে আসেন সুনীলকুমার যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.