এক মাসেই ১৪০% রিটার্ন দিল এই সংস্থার শেয়ার, আরও বাড়তে পারে মূল্য

1/5শেয়ার বাজারে বিনিয়োগের জন্য বেশিরভাগ ব্যক্তি নিরাপদ সংস্থা বেছে নেন। কিন্তু এমন বেশ কিছু অনামী সংস্থা আছে, যাদের প্রচার কম। কিন্তু ব্যবসায়িক ও শেয়ার বাজারের রেকর্ড তুঙ্গে। এমনই এক ড্রোন উত্পাদক সংস্থা জেন টেকনোলজিস (Zen Technologies)। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

গত এক মাসেই প্রায় ১৪০% বেড়েছে এই সংস্থার শেয়ারদর। কেন্দ্রীয় সরকারের নয়া ড্রোন নীতি, পিএলআই স্কিমের প্রভাবেই দ্রুত বেড়েছে এই সংস্থার শেয়ার দর। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)
2/5গত এক মাসেই প্রায় ১৪০% বেড়েছে এই সংস্থার শেয়ারদর। কেন্দ্রীয় সরকারের নয়া ড্রোন নীতি, পিএলআই স্কিমের প্রভাবেই দ্রুত বেড়েছে এই সংস্থার শেয়ার দর। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)
এ জাতীয় প্রায় সমস্ত সংস্থারই শেয়ার দর আগামী ৫ বছর উর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5এ জাতীয় প্রায় সমস্ত সংস্থারই শেয়ার দর আগামী ৫ বছর উর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
গত অগস্টেই ভারতীয় বায়ু সেনার থেকে ১৫৫ কোটি টাকার কাজের অর্ডার পেয়েছে জেন টেকনোলজিস। ফলে বিনিয়োগের জন্য এটি বেশ নিরাপদ স্থানই বলা যেতে পারে। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5গত অগস্টেই ভারতীয় বায়ু সেনার থেকে ১৫৫ কোটি টাকার কাজের অর্ডার পেয়েছে জেন টেকনোলজিস। ফলে বিনিয়োগের জন্য এটি বেশ নিরাপদ স্থানই বলা যেতে পারে। ফাইল ছবি : পিটিআই (PTI)
শেয়ার বাজার বিশেষজ্ঞ অবিনাশ গোরক্ষরের মতে, ১৭০-এ ওঠার আগে এই শেয়ার কিনে রাখলে মুনাফা করা যেতে পারে। সেক্ষেত্রে পরে ২২০-২৪০-এ শেয়ার দর উঠলে তখন বেচে দেওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
5/5শেয়ার বাজার বিশেষজ্ঞ অবিনাশ গোরক্ষরের মতে, ১৭০-এ ওঠার আগে এই শেয়ার কিনে রাখলে মুনাফা করা যেতে পারে। সেক্ষেত্রে পরে ২২০-২৪০-এ শেয়ার দর উঠলে তখন বেচে দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.