নিজের গাড়ির রেজিস্ট্রেশন করবেন? ‘ভারত সিরিজের’ আওতায় মিলবে দুর্দান্ত সুবিধা

1/7নয়া গাড়ির জন্য ভারত সিরিজের (BH সিরিজ) একটি নয়া নম্বর প্লেট চালু করা হয়েছে। কোনও ব্যক্তিগত গাড়ির মালিক যখন অন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানান্তরিত হবেন, তখন নতুন করে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে না। সংসদ এমনটাই জানাল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। (ছবিটি প্রতীকী)

কেন্দ্র জানিয়েছে, প্রতিরক্ষা বিষয়ক আধিকারিক, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা এমনিই ভারত সিরিজের আওতায় গাড়ি রেজিস্ট্রেশন পরিষেবার সুবিধা পাবেন। তাছাড়া যে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের চারটি বা তার বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অফিস আছে, সেই সংস্থার কর্মীরাও এমনিই সেই সুযোগ নিতে পারবেন। (ছবিটি প্রতীকী)
2/7কেন্দ্র জানিয়েছে, প্রতিরক্ষা বিষয়ক আধিকারিক, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা এমনিই ভারত সিরিজের আওতায় গাড়ি রেজিস্ট্রেশন পরিষেবার সুবিধা পাবেন। তাছাড়া যে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের চারটি বা তার বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অফিস আছে, সেই সংস্থার কর্মীরাও এমনিই সেই সুযোগ নিতে পারবেন। (ছবিটি প্রতীকী)
রাজ্যসভায় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন, ভারত সিরিজের (BH সিরিজ) ফলে চাকরি বা ব্যক্তিগত কারণে কেউ অন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানান্তরিত হলে তাঁকে সেখানে আবার গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/7রাজ্যসভায় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন, ভারত সিরিজের (BH সিরিজ) ফলে চাকরি বা ব্যক্তিগত কারণে কেউ অন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানান্তরিত হলে তাঁকে সেখানে আবার গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
এতদিন ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম ছিল। সেই নিয়ম অনুয়ায়ী, যে রাজ্যে গাড়িটি নথিভুক্ত আছে, সেই রাজ্য ছাড়া অন্য রাজ্যে ১২ মাসের বেশি গাড়ি রাখা যেত না। ১২ মাসের বেশি রাখতে হলে নয়া রাজ্যে আবার রেজিস্ট্রেশন করতে হত। সেই ১২ মাসের মধ্যেই নয়া রাজ্যে রেজিস্ট্রেশনের নিয়ম ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/7এতদিন ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম ছিল। সেই নিয়ম অনুয়ায়ী, যে রাজ্যে গাড়িটি নথিভুক্ত আছে, সেই রাজ্য ছাড়া অন্য রাজ্যে ১২ মাসের বেশি গাড়ি রাখা যেত না। ১২ মাসের বেশি রাখতে হলে নয়া রাজ্যে আবার রেজিস্ট্রেশন করতে হত। সেই ১২ মাসের মধ্যেই নয়া রাজ্যে রেজিস্ট্রেশনের নিয়ম ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
ভারত সিরিজের (BH সিরিজ) অধীনে নথিভুক্ত গাড়ির নম্বর কেমন হবে? ‘YY BH #### XX’। এখানে ‘YY’ হল প্রথমবার রেজিস্ট্রেশনের বছর। ‘####’ হল ০০০০ থেকে ৯৯৯৯-এর মধ্যে যে কোনও সংখ্যা। ‘XX’ হল ইংরেজি অক্ষর। সেক্ষেত্রে কেউ ২০২১ সালে রেজিস্ট্রেশন নম্বর করলে তাঁর গাড়ির নম্বর হতে পারে - ‘21 BH 0000 AA’। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/7ভারত সিরিজের (BH সিরিজ) অধীনে নথিভুক্ত গাড়ির নম্বর কেমন হবে? ‘YY BH #### XX’। এখানে ‘YY’ হল প্রথমবার রেজিস্ট্রেশনের বছর। ‘####’ হল ০০০০ থেকে ৯৯৯৯-এর মধ্যে যে কোনও সংখ্যা। ‘XX’ হল ইংরেজি অক্ষর। সেক্ষেত্রে কেউ ২০২১ সালে রেজিস্ট্রেশন নম্বর করলে তাঁর গাড়ির নম্বর হতে পারে – ‘21 BH 0000 AA’। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
যে গাড়িগুলি ভারত সিরিজের (BH সিরিজ) আওতায় নথিভুক্ত, সেগুলিকে বাধ্যতামূলকভাবে দু'বছর মোটর ভেহিকেল ট্যাক্স দিতে হবে। সেই দু'বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নীতি অনুযায়ী কর দিতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
6/7যে গাড়িগুলি ভারত সিরিজের (BH সিরিজ) আওতায় নথিভুক্ত, সেগুলিকে বাধ্যতামূলকভাবে দু’বছর মোটর ভেহিকেল ট্যাক্স দিতে হবে। সেই দু’বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নীতি অনুযায়ী কর দিতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
ভারত সিরিজের (BH সিরিজ) আওতায় নথিভুক্তিকরণের জন্য ডিজেলচালিত গাড়িকে বাড়তি দু'শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দু'শতাংশ কমানো হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
7/7ভারত সিরিজের (BH সিরিজ) আওতায় নথিভুক্তিকরণের জন্য ডিজেলচালিত গাড়িকে বাড়তি দু’শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দু’শতাংশ কমানো হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.