1/4পশ্চিমবঙ্গের উপকুলে আরও একটি ঘূর্ণাবর্ত উপস্থিত। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আগের নিম্নচাপের শক্তি কমেছে। এই আবহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার মধ্যে ২ থেকে ৩টি ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে।
2/4দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে গত কদিনে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আজ থেকে অবশ্য বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশে চড়া রোদ। তবে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
3/4উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার বড় ধরনের কোনও হেরফের হবে না। তবে আর্দ্রতাজনিত গরমে অস্বস্তি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে।
4/4আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়। হস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি কম। এদিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৯০ শতাংশের উপরে থাকবে। তাই গরমের অস্বস্তি রয়ে যাবে আজও।