পঞ্জাবে রবিবার সকালে ট্রেন দুর্ঘটনা। একটি মালগাড়ির সঙ্গে আর একটি মালগাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁরা দু’জনেই দু’টি মালগাড়ির চালক বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মাধোপুর সিরহিন্দের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। শ্রী ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুই ট্রেনের চালককে। রেলপুলিশ সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে অন্য একটি মালগাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, দাঁড়িয়ে থাকা মালাগাড়ির ওয়াগনের উপর উঠে যায় অন্য মালগাড়িটির ইঞ্জিন। দু’টি মালগাড়িরই ওয়াগন লাইনচ্যুত হয়।
এই ঘটনায় কারও প্রাণহানি না হলেও দুই মালগাড়ির চালক বিকাশ কুমার এবং হিমাংশু কুমার গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ কর্তারা। উদ্ধারকারী দল এবং ইঞ্জিনিয়াররা পৌঁছন। ওয়াগনগুলিকে সরানোর কাজ চলছে। রেল সূত্রে খবর, কয়লাবোঝাই ছিল মালগাড়ি দু’টিতে। আচমকাই পিছনের মালগাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে ধাক্কা মারে। সেই সময় পাশের লাইন দিয়ে যাচ্ছিল দূরপাল্লার একটি ট্রেন। মালগাড়ির ইঞ্জিনটি সামনের মালগাড়ির ওয়াগন এবং যাত্রিবাহী ট্রেনের মাঝে আটকে যায়। ধাক্কার অভিঘাতে পিছনের মালগাড়ির ওয়াগনগুলি একটি আর একটির উপরে উঠে যায়।