ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল মোহনবাগান। এফসি গোয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ হাতছাড়া করল পঞ্জাব এফসি। এগিয়ে গিয়েও জিততে পারল না তারা।
বুধবার পঞ্জাবকে ২-১ গোলে হারাল গোয়া। ১৩ মিনিটে বসনিয়ার স্ট্রাইকার আসমির স্লুজিকের গোলে এগিয়ে যায় পঞ্জাব। পিছিয়ে পড়ার পর খেলায় ফেলে গোয়া। খেলার গতি বৃদ্ধি করে মানোলো মার্কেজের দল। ফলও পায় হাতে নাতে। ২২ মিনিটে গোয়ার হয়ে সমতা ফেরান আর্মান্দো সাদিকু। প্রথমার্ধের খেলা ১-১ ব্যবধানে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠেন গোয়ার ফুটবলারেরা। তার জন্যও বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি মার্কেজের ছেলেদের। ৪৯ মিনিটে গোয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন স্প্যানিশ ফুটবলার ইকর। এগিয়ে যাওয়ার পরেও আক্রমণাত্মক ফুটবলের কৌশল পরিবর্তন করেনি গোয়া। গোটা ম্যাচেই পঞ্জাবের রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন গোয়ার ফুটবলারেরা। সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েছিলেন পঞ্জাবের ফুটবলারেরাও। কিন্তু লাভ হয়নি।
এ দিনের ম্যাচের পর ৮ ম্যাচে গোয়ার পয়েন্ট হল ১২। তারা উঠে এল তৃতীয় স্থানে। ৬ ম্যাচে খেলে পঞ্জাবেরও সংগ্রহ ১২ পয়েন্ট। পঞ্জাব রইল পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল মোহনবাগান। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।