পশ্চিমবঙ্গে সমস্ত রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলের স্কুলের পোশাক নিয়ে জারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। রবিবার নবান্ন থেকে জারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলের ইউনিফর্ম হবে নীল – সাদা রঙের। বুকে থাকবে বিশ্ব বাংলার লোগো। রাজ্যের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
আদালত সূত্রে জানা গিয়েছে, বাম ছাত্র সংগঠন AISF-এর তরফে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। মামলার শুনানি হতে পারে এই সপ্তাহেই। মামলাকারীদের দাবি, রাজ্য সরকারের রং কেন ব্যবহার হবে স্কুলের পোশাকে? কেন তাতে থাকবে বিশ্ব বাংলার লোগো। এভাবে শিশুদের নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করা হয়েছে আবেদনে।
রবিবার নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজ্যের সব সরকারি স্কুলের পোশাকের রং হবে নীল – সাদা। প্রাক – প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্ররা পাবে ২টি করে শার্ট, একটি ফুল ও একটি হাফ প্যান্ট। প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীরা পাবে ২টি ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা পাবে ২টি করে শার্ট ও স্কার্ট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা পাবে ২টি করে সালোয়ার কামিজ ও ২টি ওড়না।
রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে শিক্ষকদের সংগঠনও। শিক্ষাঙ্গনে ব্যক্তির ইচ্ছা আরোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা। বিজেপির তরফেও এই সিদ্ধান্তের জোরদার প্রতিবাদ করা হয়েছে। তাদের দাবি, কেন্দ্রের টাকায় একতরফা সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য।