‘মুসলিম বা কাশ্মীরিদের প্রতি কোনও ঘৃণা নেই’ পহেলগামে হামলায় নিহত নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের স্ত্রীর এই কথা শান্তির বার্তা বয়ে আনে বইকি!
বৃহস্পতিবার হরিয়ানার কর্ণালে ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের ২৭তম জন্মবার্ষিকীতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, যিনি পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে ছিলেন। নৌবাহিনীর এই অফিসারকে শ্রদ্ধা জানানোর সময় নারওয়ালের মা এবং স্ত্রী হিমাংশি কান্নায় ভেঙে পড়েন।
এই শিবিরটি করনাল-ভিত্তিক এনজিও ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস দ্বারা আয়োজিত হয়েছিল। সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন যে প্রয়াত অফিসার চাকরিতে থাকাকালীন নিবেদিতপ্রাণভাবে তার জাতির সেবা করেছেন এবং চিরকাল সকলের হৃদয়ে বেঁচে থাকবেন।
একজন বক্তা পহেলগাম সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাসীরা নিরীহ মানুষের রক্তপাত করলেও এই রক্তদান শিবিরের মাধ্যমে অনেক জীবন রক্ষা পাবে। করনালের বিজেপি বিধায়ক জগমোহন আনন্দও উপস্থিত ছিলেন।
২২শে এপ্রিলের সন্ত্রাসী হামলার মাত্র এক সপ্তাহ আগে বিবাহিত নারওয়াল এবং হিমাংশি পহেলগামে তাদের মধুচন্দ্রিমায় ছিলেন, যখন সন্ত্রাসীরা নৌবাহিনীর অফিসারকে একেবারে ফাঁকা গুলি করে।