ভ্যাকসিন বিতর্কের মাঝেই চোখ রাঙাচ্ছে কোভিড ১৯-এর নয়া ভ্যারিয়েন্ট ফ্লার্ট। এটি ওমিক্রন জেএন.১ প্রজাতির মিউটেশনে তৈরি নতুন ভ্যারিয়েন্ট।
2/7
নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট
নতুন মিউটেশনের সঙ্গে KP.2 এবং KP 1.1 ভেরিয়েন্টগুলি আগের ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক বলে মনে করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণগুলি কমবেশি একই রকম থাকে।
3/7
নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট
KP.1.1-ও আরেকটি FLirt ভ্যারিয়েন্ট যা আমেরিকায় ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। কিন্তু KP.2 এর তুলনায় কম সংক্রমক বলে মনে করা হচ্ছে।
4/7
নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট
ফ্লার্ট এমন কিছু নতুন মিউটেশন রয়েছে যা সহজেই ছড়িয়ে পড়তে পারে। এর লক্ষণগুলি পূর্বে পরিচিত কোভিডের উপসর্গের থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা নয়। ফ্লুর মতো উপসর্গ দেখা যাবে সেই সঙ্গে শরীরে ব্যথা, জ্বর এবং কিছু ক্ষেত্রে হজমের সমস্যা।
5/7
নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট
আমেরিকার সংক্রামক রোগ সোসাইটি অনুসারে, ‘FLiRT’-এর নামকরণ মিউটেশনের প্রযুক্তিগত নামের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
6/7
নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট
কোভিডের এই নতুন রূপ অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় কম দৃশ্যমান। তবে বিজ্ঞানীদের মতে, এটি কোভিডের অন্যান্য রূপের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। আপনার যদি ডায়াবেটিস বা হৃদরোগ থাকে তবে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে।
7/7