New Covid variant FLiRT: এবার কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ফ্লার্ট! আক্রান্ত আমেরিকা, আমরা নিরাপদ?

ভ্যাকসিন বিতর্কের মাঝেই চোখ রাঙাচ্ছে কোভিড ১৯-এর নয়া ভ্যারিয়েন্ট ফ্লার্ট। এটি ওমিক্রন জেএন.১ প্রজাতির মিউটেশনে তৈরি নতুন ভ্যারিয়েন্ট। 

  

2/7

নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট

New Covid variant FLiRT

নতুন মিউটেশনের সঙ্গে KP.2 এবং KP 1.1 ভেরিয়েন্টগুলি আগের ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক বলে মনে করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণগুলি কমবেশি একই রকম থাকে। 

3/7

নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট

New Covid variant FLiRT

KP.1.1-ও আরেকটি FLirt ভ্যারিয়েন্ট যা আমেরিকায় ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। কিন্তু KP.2 এর তুলনায় কম সংক্রমক বলে মনে করা হচ্ছে। 

  

4/7

নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট

New Covid variant FLiRT

ফ্লার্ট এমন কিছু নতুন মিউটেশন রয়েছে যা সহজেই ছড়িয়ে পড়তে পারে। এর লক্ষণগুলি পূর্বে পরিচিত কোভিডের উপসর্গের থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা নয়। ফ্লুর মতো উপসর্গ দেখা যাবে সেই সঙ্গে শরীরে ব্যথা, জ্বর এবং কিছু ক্ষেত্রে হজমের সমস্যা।

  

5/7

নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট

New Covid variant FLiRT

আমেরিকার সংক্রামক রোগ সোসাইটি অনুসারে, ‘FLiRT’-এর নামকরণ মিউটেশনের প্রযুক্তিগত নামের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

  

6/7

নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট

New Covid variant FLiRT

কোভিডের এই নতুন রূপ অন্যান্য ভ্যারিয়েন্টের  তুলনায় কম দৃশ্যমান। তবে বিজ্ঞানীদের মতে, এটি কোভিডের অন্যান্য রূপের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। আপনার যদি ডায়াবেটিস বা হৃদরোগ থাকে তবে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। 

  

7/7

নয়া কোভিড ভ্যারিয়েন্ট ফ্লার্ট

New Covid variant FLiRT

বাফেলো ইউনিভার্সিটির জ্যাকবস স্কুল অফ মেডিসিন অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সের প্রধান থমাস বলেন, নয়া ভ্যারিয়েন্ট ফের বিশ্বজুড়ে ত্রাস তৈরি করছে। দুর্বল ইমিউন সিস্টেমের মানুষেরা এর দ্বারা আক্রান্ত হতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.