রবিবার রাজ্যে কার্যত ভয়াল আকার নিল করোনা। একদিনে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১,৭০০। দৈনিক সংক্রমণের হার পার করল ১৫ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণ ৩,০০০ পার করল। মৃত্যু হয়েছে ৯ জনের।
রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে শনিবার রাজ্যে ৩৮,৬৩৩টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৬,১৫৩টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত কলকাতায়। সেখানে শনিবার ৩,১৯৪ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ আবার ১,০০০-এর দোরগোড়ায়। সেখানে একদিনে আক্রান্ত ৯৯৪। দক্ষিণ ২৪ পরগনায় ২৮০, পশ্চিম বর্ধমানে ২৫৭ ও হাওড়ায় ৫৯৫ জন করোনা রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত ১৬.৪৯ শতাংশ।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তর ২৪ পরগনায় ৩ জন, কলকাতা ও হুগলিতে ২ জন করে করোনার শিকার হয়েছে। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৯,৭৮১।
এদিন রাজ্যে সুস্থ হয়েছেন, ২,৪০৭ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ৩,৭৩৮। রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ১৭,০৩৮।
শনিবার রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ১৫.৯৩ শতাংশ। সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৭৭ শতাংশ।