Mohun Bagan: সাদিকুর জোড়া গোলে মানরক্ষা, ওড়িশার বিরুদ্ধে ড্র মোহনবাগানের…

এএফসি কাপে হারে বদলা নেওয়া গেল না। তবে সাদিকুর জোড়া গোলে মানরক্ষা হল। ঘরের মাঠে ওড়িশা এফসির সঙ্গে ড্র করল মোহনবাগান।

এদিন ম্যাচের শুরুতে রীতিমতো আগ্রাসী মেজাজে ছিলেন মোহনবাগান ফুটবলার। খেলার বয়স তখন মাত্র ৪ মিনিট। ডানদিন থেকে দ্রুত গতিতে ওড়িশার বক্সে পৌঁছে গিয়েছিলেন কিয়ান নাসিরি। কিন্তু প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে বল বাইরে চলে যায়। এরপর গোলের সহজ সুযোগ নষ্ট করেন আর্মান্দো সাদিকুও। প্রথম ২০ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও, কাজের কাজটি করতে পারেনি মোহনবাগান।

অন্যদিকে প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফেরে ওড়িশা। আক্রমণ-প্রতি আক্রমণে তখন ম্যাচ জমে ওঠেছে। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে যান ওড়িশার আহমেদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল করে দলকে এগিয়ে দেন তিনি। 

দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলেছিল মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরের ভাগ্য ভাল থাকায় ব্যবধান বাড়েনি। শেষপর্যন্ত ৫৮ মিনিটে গোল করে সমতা ফেরান  সাদিকু। ৯৪ মিনিটে হেক্টরের হেডটা সাদিকুরই পায়ে পড়ে। অমরিন্দরের দু’পায়ের মাঝখান থেকে দুর্দান্ত টাচে গোল করেন তিনি। হার বাঁচায় মোহনবাগান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.