Mahakaleshwar Mandir in Ujjain: রঙের উত্সবের মাঝেই মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন! আহত ১৩…

 রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উত্সব। আনন্দের এই উত্সবের সকালেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। উজ্জয়নের(Ujjain) মহাকাল মন্দিরে(Mahakal Mandir Fire) আরতি চলাকালীন আগুন লেগে যায় গর্ভগৃহে। আগুনে পুড়ে আহত হয়েছেন ১৩ জন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী জেলা হাসপাতালে। 

ভারতের অন্যতম জনপ্রিয় মন্দির মধ্য প্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির(Mahakaleshwar Mandir)। দোল পূর্ণিমায় মন্দিরে বিশেষ পুজোর আয়েজন করা হয়। সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্ম আরতি। সেই সময়ই আগুনের উপর থেকে আবির পড়ায়, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। মন্দিরের ৫ পুরোহিত সহ মোট ১৩ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে যে একটি মর্মান্তিক ঘটনায় সোমবার উজ্জ্বয়নর মহাকাল মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতি চলাকালীন আগুন লেগে এখনও অবধি ১৩জন পুরোহিত আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই এর খবর। সেই সময় মন্দির চত্বরে হোলি উদযাপন চলছিল। আকস্মিক এই দুর্ঘটনায় মুহূর্তে আনন্দের উত্সব বদলে যায় দুঃখে। মহাকাল মন্দিরে করা একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ভস্ম আরতি, প্রতিবারই এই আরতি হয়, জানা যাচ্ছে সময় আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ‘গুলাল’ অর্থাত্ আবির ছড়ানোর সময় আগুন লাগে। আহত ভক্তদের দ্রুত চিকিত্সার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের বর্তমান অবস্থা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ, তদন্ত করে দেখছে পুলিস। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.