ভারতের আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী আগামী দুই সপ্তাহে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ও দক্ষিণ ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। জানা গিয়েছে, তামিলনাড়ু উপকূলে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। এই জলীয়বাষ্প থেকেই দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুই মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতাতে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
এগিকে এই নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১ নভেম্বর পর্যন্ত কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসিমাতেও বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসিমায় ১ নভেম্বর পর্যন্ত বজ্রবৃষ্টি সব ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বেশিরভাগ অংশে এবং বেশিরভাগ অংশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
এদিকে শনি ও রবিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে নেমে যেতে পারে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পশ্চিম অংশেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি নিচে নেমে যেতে পারে। এদিকে উত্তর-পূর্বের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণের কর্ণাটকের কিছু অংশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।