শিল্প সহায়ক ডাকঘর নির্যাত কেন্দ্র চালু হয়ে গেল পুরুলিয়ায়। সারা দেশের মধ্যে ১০০০টির মধ্যে অন্যতম পুরুলিয়ার মুখ্য ডাক ঘরে এই কেন্দ্রটি। এর রাজ্যে ২২ টি এবং দক্ষিণবঙ্গে নবম কেন্দ্র এটি। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক বিভাগের দক্ষিণ অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল শশী শালিনি কুজুর।
তিনি বলেন, খুব কম খরচে স্থানীয় উৎপন্ন পণ্য দেশে বিদেশে পণ্য রপ্তানি করার দিগন্ত খুলে গেল। আধুনিক প্যাকেজিংয়ের পথে পা বাড়াল ভারতীয় ডাক বিভাগ। পুরনো আমলের প্যাকেজিং থেকে এবার নতুন মোড়কে প্যাকেজিং শুরু হতে চলেছে ভারতীয় ডাক বিভাগে এই মুহূর্তে পুরুলিয়া থেকেও শুরু হয়ে গেল এই নয়া প্যাকেজিং। গোড়া থেকে বড় বড় পেটির পার্সেল মোড়া হত খাদি কাপড়ে। তারপর তা সেলাই করে গদের আঠা দেওয়া হত৷ এরপর পাঠানো হত ঠিকানায়৷ পার্সেল প্যাকিং করার এই পুরো বিষয়টিই ছিল যথেষ্ট সময় সাপেক্ষ ও ব্যয়বহুল৷ তবে এবার সেই ব্যবস্থায় দাঁড়ি পড়তে চলেছে৷ ভারতীয় ডাক বিভাগে উঠে গেল কাপড়ে মোড়া পার্সেল৷ পরিবর্তে এল কর্পোরেট ধাঁচে পার্সেল প্যাকেজিং৷ বাবল ব়্যাপিং প্লাসটিক দিয়ে সুন্দর করে মুড়ে দেওয়া হচ্ছে বড় বড় পেটি পার্সেল৷ আর ছোট আকারের কোনও পার্সেলের জন্য থাকছে ভারতীয় ডাক বিভাগের স্ট্যাম্প দেওয়া পলিথিন৷ ঠিক যেমনটা অনলাইন মার্কেটিং সংস্থার প্যাকেজিং হয়ে থাকে৷ যাতে কোনওভাবেই ডাক বিভাগ মারফৎ পাঠানো সামগ্রীর ক্ষতি হবে না।
আগামী দিনে দেশ জুড়ে কর্পোরেট ধাঁচেই পার্সেল প্যাকেজিং করা হবে বলে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সূত্রে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া মুখ্য ডাক ঘরের সুপার নির্মল চন্দ্র সরেন সহ অন্যান্য আধিকারিকরা।