Lok Sabha Election 2024 | Nirmala Sitharaman: ‘ভোটে লড়ার টাকা নেই আমার’, অর্থসংকটে ভোট-ময়দানে নেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী!

 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে তিনি বিজেপির তরফ থেকে আসা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার কাছে প্রয়োজনীয় ‘টাকা’ নেই।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিকল্প দিয়েছেন, তিনি বলেছিলেন।

তিনি জানিয়েছেন, ‘এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করার পর, আমি ফিরে গিয়ে বললাম, ‘হয়তো না’। আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু আমার সমস্যা আছে। তারা ব্যবহার করে জয়ের বিভিন্ন মানদণ্ডের প্রশ্ন হতে পারে… আপনি কী এই সম্প্রদায়ের নাকি আপনি সেই ধর্মের? আপনি কী এখান থেকে এসেছেন? আমি বললাম না, আমার মনে হয় না আমি এটা করতে পারব’।

তিনি আরও বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি মেনে নিয়েছে… তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না’।

কেন দেশের অর্থমন্ত্রীর কাছে নির্বাচনে লড়াই করার জন্য পর্যাপ্ত তহবিল নেই জানতে চাইলে তিনি বলেছিলেন যে ভারতের একত্রিত তহবিল তার নয়।

তিনি বলেছিলেন, ‘আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয় আমার এবং ভারতের একত্রিত তহবিল নয়’।

ক্ষমতাসীন বিজেপি ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলা আসন্ন লোকসভা নির্বাচনে বেশ কিছু রাজ্যসভার সদস্যকে প্রার্থী করেছে। এর মধ্যে রয়েছেন পীযূষ গোয়েল, ভূপেন্দর যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডব্য এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সীতারামন কর্ণাটক থেকে রাজ্যসভার সদস্য।

মন্ত্রী জানান, তিনি অন্য প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন।

তিনি বলেন, ‘আমি অনেক মিডিয়া ইভেন্টে যোগ দেব এবং প্রার্থীদের সঙ্গে যাব – যেমন আগামীকাল আমি রাজীব চন্দ্রশেখরের প্রচারে যাব। আমি প্রচারে পথে থাকব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.