Kolkata Airport Rapid PCR Test: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের জন্য র‍্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা, রিপোর্ট পাওয়া যাবে মাত্র ১৫ মিনিটেই !

বিমানযাত্রা এখন আর আগের মতো স্বাভাবিক নেই ৷ করোনা আবহে বিমানযাত্রা করা মানেই যাত্রীদের অনেক কিছু বিষয়ে মাথায় রাখতে হয় ৷ যার মধ্যে অন্যতম হল করোনা পরীক্ষার রিপোর্ট ৷

কোভিড নেগেটিভ শংসাপত্র না থাকলে ইন্টারন্যাশনাল তো বটেই, ডোমেস্টিক রুটেও অনেক জায়গাতেই যাওয়া সম্ভব হচ্ছে না ৷ আর সেই রিপোর্টও হতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টার মধ্যের রিপোর্ট ৷ কোভিড রিপোর্ট পেতে দেরি হওয়াতে অনেকসময়েই সমস্যায় পড়েন যাত্রীরা ৷ আবার অনেক সময় যাত্রীদের বিরুদ্ধেই অভিযোগ থাকে, যে তারা ঠিকঠাক রিপোর্ট আনছেন না ৷ তাই কলকাতা বিমানবন্দেরই এবার Rapid PCR test-এর ব্যবস্থা করা হয়েছে ৷ তবে আন্তর্জাতিক রুটে বিমানযাত্রা আরেকটু বেশি মাত্রায় চালু হওয়ার পরেই এই ব্যবস্থা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ তবে আপাতত সব নজর ভারত থেকে দুবাইয়ের বিমান কবে চালু হয় তার উপর ৷ অর্থাৎ ভারত থেকে দুবাই এবং দুবাই হয়ে অন্যান্য দেশে যাওয়ার জন্য বিমান চালু হলেই বিমানবন্দরে যাত্রীদের জন্য Rapid PCR test-এর ব্যবস্থা চালু করে দেওয়া হবে ৷ এমনটা জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টাভি ৷

তিনি জানান, HLL Lifecare Ltd (HLL) ল্যাবরেটরি এই কোভিড পরীক্ষার ব্যবস্থা করেছে কলকাতা বিমানবন্দরে ৷ এই Rapid PCR test-এর পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ৷ এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এবং ডোমেস্টিক ডিপার্চারের জন্য আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা কলকাতা বিমানবন্দরে করেছে এই সংস্থা ৷ এরপর ভারত থেকে দুবাইগামী এমিরেটস, ফ্লাই দুবাই, ইন্ডিগোর বিমান চালু হলেই Rapid PCR test চালু করে দেওয়া হবে কলকাতা বিমানবন্দরে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.