রাতে ‘কার্ফুর’ সময় কমল, এবার থেকে বেশি রাত পর্যন্ত চলাচলের অনুমতি রাজ্যের

এখনও পুরোপুরি বিধিনিষেধ প্রত্যাহার করল না রাজ্য সরকার। তবে রাতে এতদিন যে আট ঘণ্টা গতিবিধির উপর নিষেধাজ্ঞা ছিল, তার সময়সীমা কমিয়ে দেওয়া হল। রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী ১৬ অগস্ট থেকে যে নিয়ম কার্যকর হবে।|

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ অগস্ট পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ চলবে। এখনও লোকাল ট্রেন চালু হচ্ছে না। এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কম আছে। কিন্তু প্রতিষেধকের অভাবে গ্রামের দিকে টিকাকরণ আশানুরূপ হয়নি। কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার মতো জেলায় ৫০ শতাংশ টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালু করে দেওয়া হবে। কিছুটা সময় নেওয়া হচ্ছে। মমতা বলেন, ‘অনেকে আমায় প্রশ্ন করছেন, লোকাল ট্রেনটা চলছে না। টিকাটা আমি যতক্ষণ না গ্রামেগঞ্জে দিতে পারব, এর (করোনাভাইরাস) প্রকোপ তো বাড়বে। এখন থেকে তো নিয়ন্ত্রণে করতে হবে। আমি জানি মানুষের কষ্ট হচ্ছে।’ সঙ্গে যোগ করেন, ‘একটাই সমস্যা। সেপ্টেম্বরে একটা তৃতীয় ঢেউ আসতে পারে। আমি জানি, মানুষের অভাব-অভিযোগ আছে। কিন্তু আপনার জীবনের থেকে বেশি কিছু দামি নয়। তাই আর কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে বন্ধু।’

মমতার বক্তব্য, লোকাল ট্রেন না চললেও মেট্রো, বাস এবং অন্যান্য গণপরিবহন চলছে। তাই ট্রেন চালিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। কেন বাস এবং মেট্রোর মতো নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নিয়ম মেনে যেতে বললাম। কিন্তু দেখলাম গাদাগাদি করে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.