Jasprit Bumrah: পিএইচডি ডিগ্রি বুমরার! বিশ্ব জুড়ে ক্লাস নেবেন ‘প্রফেসর’, তিনিই বোলারদের কারখানা

জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কোনও বিশেষণেরই আর প্রয়োজন নেই। এই প্রজন্মের তো বটেই, সর্বকালের অন্যতম সেরাদেরই একজন তিনি। ক্রিকেটের তিন ফরম্য়াটে তাঁর দক্ষতা এককথায় প্রশ্নাতীত। সে বলের রং সাদা হোক বা লাল, বুমরা মানেই বুম…বুম…পারফরম্য়ান্স। আহমেদাবাদের বছর তিরিশের বাসিন্দার নাম প্রতিনিয়ত লেখা হয় রেকর্ড বুকে। গত বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স ন’রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs MI, IPL 2024)। ২১ রানে তিন উইকেট নিয়ে, ম্য়াচের রং বদলে বুমরা হয়েছেন ম্যাচের সেরা। আর বুমরার খেলা দেখে মোহিত হয়েছেন প্রাক্তন ক্য়ারিবিয়ান তারকা ইয়ান রাফায়েল বিশপ (Ian Raphael Bishop)।  পোর্ট অব স্পেনের বেলমন্টে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলার ভূয়সী প্রশংসা করেছেন বুমরার। 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1781011159317123434&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fian-bishop-heaps-praise-on-mi-pacer-jasprit-bumrah_517682.html&sessionId=afa1a03fc8a6155fe4f38162e4eaec999e2c10fb&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

বিশপ তাঁর এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘আমি যদি পারতাম তাহলে জসপ্রীত বুমরাকে ফাস্ট বোলিং পিএইচডি ডিগ্রি দিতাম। ও দুর্দান্ত কমিউনিকেটর, তেমনই জ্ঞানী ও স্পষ্টভাষী। আমি চাইতাম ও উঠতি সিম বোলারদের গড়ে তুলুক। বিশ্ব জুড়ে সব স্তরে ও ক্লাস নিত। ওর অবসর নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারব না।’ এর সঙ্গেই বিশপ হ্য়াশট্য়াগ দিয়ে জুড়ে দিয়েছেন  #professor। 

২০১৩ সালে মুম্বইয়ের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেন বুমরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। বিচিত্র অ্য়াকশন ও পেসের সঙ্গেই বুমরা লাইমলাইটে এসেছিলেন অভিষেক ম্যাচে বিরাট কোহলির উইকেট নিয়ে। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বুমরাকে। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। আজ তিনি দেশের জার্সি এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অঙ্গ।চলতি আইপিএলে মুম্বইয়ের অবস্থা যে খুব একটা ভালো নয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে লিগে ১০টি দল অংশ নিয়েছে, সেখানে পাঁচবারের চ্য়াম্পিয়নরা এই মুহূর্তে সাতে। সাত ম্য়াচ খেলে তিনটি জয় ও চারটি হার সঙ্গী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.