India’s First Solar Dome in New Town: নিউটাউনে খুলে গেল ভারতের প্রথম সোলার ডোম! আজই দেখে আসুন এই আশ্চর্য গম্বুজ

1/5২.৮৯ একর জমির ওপর ৫৫ মিটার উঁচু এই গম্বুজের ব্যস ৪৬ মিটার। ডোমের বাইরেটা পুরোটাই সুদৃশ্য সোলার প্যানেল দিয়ে মোড়া। দূর থেকে দেখে এটিকে গ্লাসহাউজ বলে ভুল হতে পারে।

2/5ডোমের বাইরে লাগানো সোলার প্যানেল থেকে ১৮০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ডোমের ভিতর আলো, পাখা, কম্পিউটার, টিভি, লিফট সবকিছু চলবে সৌরবিদ্যুতের সাহায্যেই।

3/5ডোমের ভিতরে আট-ন’তলা বাড়ির উচ্চতা সমান গোলাকার গ্যালারি আছে। ইকো পার্কে ঘুরতে আসা সকল পর্যটক বিনামূল্যে এই গ্যালারিতে যেতে পারবেন এবং ইকোপার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন।

4/5এই সৌর গম্বুজটি তৈরি করেছে হিডকো এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সুইৎজারল্যান্ডের একটি নামী সংস্থার পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে এই সোলার ডোম। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই গম্বুজ তৈরির সিংহভাগ খরচ বহন করেছে। নগরয়োন্নন দফতরও আর্থিক সহায়তা করছে।

5/5দেশের মধ্যে বাংলাই প্রথম সোলার ডোম প্রকল্প গড়ে তুলল। কলকাতা, রাজ্য তথা দেশের মানুষের কাছে দর্শনীয় স্থান হয়ে উঠবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.