IND VS NZ: রায়পুরেই রোহিতদের পকেটে সিরিজ, ভারত ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে

শ্রীলঙ্কার (Sri Lanka) পর এবার নিউজিল্যান্ড (New Zealand)। ঘরের মাঠে ভারত যে রয়্যাল বেঙ্গল টাইগার, তা আবারও প্রমাণিত। ব্যাক-টু-ব্যাক সিরিজ জিতল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। শনিবার অর্থাৎ আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh International Stadium, Raipur) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত। হায়দরাবাদের পর রায়পুরেও ভারতের দুরন্ত জয়। এক ম্যাচ হাতে রেখেই টম ল্য়াথামের (Tom Latham) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ২-০ সিরিজ জিতে নিল।

কথায় বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। রায়পুরে ভারতের শুরুটাই বলে দিয়েছিল যে, কোনও অঘটন না ঘটলে হেসে খেলে ম্যাচ জিতবে ভারত। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। রোহিতের সিদ্ধান্ত যে, কতটা ঠিক, তা প্রমাণ করে দেন তাঁর বোলাররা। এদিন মহম্মদ শামি ৩ উইকেট পেলেন। হার্দিক পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে আসে দুটি করে উইকেট। মহম্মদ সিরাজ ), শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব পেলেন একটি করে উইকেট। এদিন ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম পাঁচ উইকেট চলে যায় মাত্র ১৫ রানে। তখন মাত্র ১১ ওভারের খেলা চলছিল। ছয় থেকে আটে নেমে গ্লেন ফিলিপস (৫২ বলে ৩৬), গত ম্যাচের নায়ক মাইকেল ব্রেসওয়েল (৩০ বলে ২২) ও মিচেল স্যান্টনার (৩৯ বলে ২৭)রা সাধ্য মতো চেষ্টা করেছিলেন দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার। কিন্তু হাফ ডজন উইকেট হারিয়ে ফেলা দলকে আর তাঁরা খুব বেশি জ্বালানি দিতে পারলেন না। ৩৪.৩ ওভারেই কিউয়িদের লেজ মুড়িয়ে গেল মাত্র ১০৮ রানে। 

এই রান তাড়া করতে নেমেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। ১৪.২ ওভারে রোহিত-গিলের জুটি তুলে ফেলে ৭২ রান। সাতটি চার ও জোড়া ছক্কায় সাজানো ৫১ রানের (৫০ বল)  দুরন্ত ইনিংস খেলে ফেরেন অধিনায়ক রোহিত। একেবার ‘হিটম্যান’ অবতারেই ১০২.০০-র স্ট্রাইক রেটে ব্যাট করলেন রোহিত। তবে হেনরি শিপলের ঢুকে আসা বল বুঝতে না পেরে রোহিত প্লাম এলবিডব্লিউ হয়ে যান। এরপর গিলকে সঙ্গ দিতে আসেন বিরাট কোহলি। বিরাট একেবারেই রণংদেহী মেজাজেই ছিলেন। কোহলি-গিলের লক্ষ্যই ছিল দ্রুত সম্ভব ইনিংসের নিস্পত্তি করা। কোহলি ৯ বলে ১১ রান করে স্টাম্প আউট হয়ে যান। মিচেল স্যান্টনারের ফ্লাইট তিনি বুঝে উঠতে পারেননি। এরপর আসেন ঈশান কিশান। গিল ও তাঁর অন্যতম প্রিয় বন্ধু মিলে বাকিটা বুঝে নেন। ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন ঈশান। গিল ৫৩ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ১৭৯ বল হাতে রেখে ভারত ম্যাচ বার করে নেয়। আগামী মঙ্গলবার ইন্ডোরে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এবার ভারত চাইবে শ্রীলঙ্কার মতোই নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.