একসঙ্গে অনেকটা তাপমাত্রা নামবে না। তবে আজ (রবিবার) রাত থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে থাকবে। কালীপুজো এবং ভাইফোঁটাতেও বজায় থাকবে সেই শীতের আমেজ। তবে এখনই জাঁকিয়ে শীতে পড়ার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে বাংলায় শীত আসেনি।শীতের আগমনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। যে প্রক্রিয়া আরও চার-পাঁচদিন চলবে। সেই পরিস্থিতিতে চার দিনে কলকাতার তাপমাত্রা চার ডিগ্রি কমেছে। আজ (রবিবার) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সেই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। আজ রাত থেকেই তাপমাত্রা কমতে থাকবে। রাত এবং সকালের দিকে শিরশিরে শীত অনুভূত হবে। একাধিক জেলায় সকালের দিকে আংশিক কুয়াশা থাকবে। কালীপুজো এবং ভাইফোঁটাতেও থাকবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। সেখানেও ধীরেধীরে কমছে তাপমাত্রা। শুধুমাত্র সোমবার এবং মঙ্গলবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের অন্যত্র বৃষ্টির সম্ভাবনা নেই। তার ফলে উত্তরবঙ্গেও শীতের আমেজ অনুভূত হবে। কমবে তাপমাত্রা।
অন্যদিকে, তামিলনাড়ু উপকূলে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির পূর্বাভাস আছে কেরালা, পুদুচেরিতেও। সেইসঙ্গে আগামী দু’সপ্তাহে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ও দক্ষিণ ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে।