৭১ সালে পাকিস্তানি সেনারা নিরীহ বাঙালি হিন্দুর উপর যা ঘটিয়ে ছিল, হুমায়ুন আহমেদের “অনিল বাগচীর একদিন” উপন্যাস তারই প্রতিফলন – Film on Humayun Ahmed’s novel “Anil Bagchir Ekdin” (One day of Anil Bagchi) depicts what Pakistani soldiers did to innocent Bengali Hindus in 1971

৭১ সালে পাকিস্তানি সেনারা নিরীহ বাঙালি হিন্দুর উপর যা ঘটিয়ে ছিলেন সেই বাস্তবতাই জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তার “অনিল বাগচীর একদিন” নামক উপন্যাসে তুলে ধরেছেন। আর পরিচালক সেই গল্প অনুসারে ছবি তৈরী করেছে । এই চলচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে বুঝিয়ে দিয়েছেন পরিচালক যে কীভাবে 71এর বাংলাদেশ যুদ্ধে ইসলামী নরপিচাশরা আমাদের বাবা ভাইদের খুন,মা বোনদের চোখের সামনে ধর্ষণ করেছেন এবং করিয়েছেন। পাকিস্তানি ও খান সেনার অত্যাচার কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে রাখেনি । মনে রাখেনি ওপার বাংলা থেকে পালিয়ে আসতে বাধ্য হওয়া হিন্দুরাও। আজকের পরিস্থিতিও একই দিকে এগিয়ে চলেছে। বাঙাল বা বাঙালি – সে আপনি তৃনমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আওয়ামী – যেই হন না কেন – যদি হিন্দু হয়ে থাকেন, তো এটি আপনাদেরই আসন্ন ভবিষ্যৎ-এর ছবি।

Film on Humayun Ahmed’s novel “Anil Bagchir Ekdin” (One day of Anil Bagchi) depicts what Pakistani soldiers did to innocent Bengali Hindus in 1971.

Popular writer Humayun Ahmed in his novel “Anil Bagchir Ekdin” (One day of Anil Bagchi) has highlighted the reality of what Pakistani soldiers did to innocent Bengali Hindus in 1971. And the director made the film according to that story. Through this film, the director has explained to the new generation how in the Bangladesh war of 1971, Islamic thugs killed our fathers and brothers, raped brutally our mothers and sisters in front of their eyes. But most of the people of Bangladesh did not remember the atrocities of Pakistani and Khan army. The Hindus who were forced to flee from the other side of Bengal (now Bangladesh) did not remember either. Today the situation is moving in the same direction. Bengali or Bangal – be it Trinamool, CPM, Congress, BJP or Awami – whoever you are – if you are a Hindu, this is the picture of your future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.