Delhi Srinagar Vande Bharat: এবার এক রাতেই কাশ্মীর; চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, ভাড়া কত?

এক রাতেই ভূস্বর্গ। দিল্লিতে রাতে ট্রেন চাপলে সকালেই পৌঁছে যাওয়া যাবে কাশ্মীরে। ২০২৫ সালে চালু হচ্ছে নয়া দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দ্রুত, আরামদায়ক সফরে উপকৃত হবেন ব্যবসায়ী থেকে পর্যটকরা।

  

2/5

মাত্র ১৩ ঘণ্টা দিল্লি থেকে শ্রীনগরে পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। সন্ধে ৭টা দিল্লিতে ট্রেনে চেপে শ্রীনগরে পা রাখা যাবে সাকাল আটটাতেই। বাঁচবে গোটা একটা দিন।

3/5

দিল্লি থেকে ছেড়ে বন্দে ভারত থামবে আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জমম্ু তাওয়াই, শ্রী মাতা বৌষ্ণো দেবী কাটরা ও শ্রীনগর। এক ঘুমেই পৌঁছে যাবেন ভূস্বর্গে।

  

4/5

ট্রেনটি চলবে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্কের উপর দিয়ে। এতে সফরের সময় কমবে, পাশাপাশি সফর হবে অনেক বেশি আরামদায়ক।

  

5/5

বিভিন্ন বাজেটের যাত্রীদের জন্য় বিভিন্ন ক্লাসের ভারা নির্ধারণ করা হয়েছে। এসি ৩ টায়ারের ভাড়া ধার্য করা হয়েছে ২০০০ টাকা, এসি ২ টায়ারের ভাড়া হয়েছে ২৫০০ টাকা অন্যদিকে এসি ফাস্ট ক্লাসের ভাড়া নির্ধারণ হয়েছে ৩০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.