রান্নার গ্যাস ডেলিভারি, ট্রেনের সময়সূচি- ১ নভেম্বর থেকে পালটে যাচ্ছে এই ৫ বিষয়

1/5এলপিজি সিলিন্ডার ডেলিভারি থেকে শুরু করে রেলওয়ের নতুন সময়সূচি। আগামী ১ নভেম্বর থেকে পরিবর্তিত হচ্ছে কয়েকটি নিয়ম৷ ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)

এলপিজি ডেলিভারি সিস্টেম: সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের এটা অবশ্যই জানা প্রয়োজন। আগামী ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু হবে। গ্রাহকদের বাড়িতে এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) দিতে হবে। নয়া নিয়ম নতুন ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC)-এর নীতির অংশ হিসেবে চালু হচ্ছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5এলপিজি ডেলিভারি সিস্টেম: সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের এটা অবশ্যই জানা প্রয়োজন। আগামী ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু হবে। গ্রাহকদের বাড়িতে এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) দিতে হবে। নয়া নিয়ম নতুন ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC)-এর নীতির অংশ হিসেবে চালু হচ্ছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
এলপিজির দাম: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে, তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজির দাম ঘোষণা করে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ফলে আগামী মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেতে পারে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
3/5এলপিজির দাম: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে, তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজির দাম ঘোষণা করে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ফলে আগামী মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেতে পারে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
রেলওয়ের টাইম টেবিল: দেশজুড়ে ট্রেনের সময়সারণীতে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। ১ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন এবং ৭ হাজার পণ্যবাহী ট্রেন এই পরিবর্তনে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও, দেশের ৩০টি রাজধানী ট্রেনের সময়েও পরিবর্তন করা হবে। ছবি : পিটিআই
4/5রেলওয়ের টাইম টেবিল: দেশজুড়ে ট্রেনের সময়সারণীতে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। ১ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন এবং ৭ হাজার পণ্যবাহী ট্রেন এই পরিবর্তনে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও, দেশের ৩০টি রাজধানী ট্রেনের সময়েও পরিবর্তন করা হবে। ছবি : পিটিআই
ব্যাঙ্কের চেকের নতুন নিয়ম : আগামী ১ জুন থেকে বদলে যাচ্ছে Bank of Baroda-র চেকের টাকা তোলার নিয়ম। এবার থেকে প্রতিবার চেক ভাঙানোর আগে ব্যাঙ্ক থেকে মেসেজ/কল আসবে চেক প্রদানকারী গ্রাহকের মোবাইল নম্বরে। ২ লক্ষ টাকার কম অঙ্কের চেকের ক্ষেত্রে শুধু কনফার্মেশন করলেই হবে। কিন্তু, ২ লক্ষ টাকা ও তার বেশি অঙ্কের ক্ষেত্রে চেকের ডিটেইলস কনফার্ম করে জানাতে হবে গ্রাহককে। তবেই নগদ তোলা বা অ্যাকাউন্টে টাকা ফেলা যাবে। গ্রাহক যদি ফোনে কনফার্ম না করেন, সেক্ষেত্রে চেক ক্লিয়ারেন্স করা হবে না। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
5/5ব্যাঙ্কের চেকের নতুন নিয়ম : আগামী ১ জুন থেকে বদলে যাচ্ছে Bank of Baroda-র চেকের টাকা তোলার নিয়ম। এবার থেকে প্রতিবার চেক ভাঙানোর আগে ব্যাঙ্ক থেকে মেসেজ/কল আসবে চেক প্রদানকারী গ্রাহকের মোবাইল নম্বরে। ২ লক্ষ টাকার কম অঙ্কের চেকের ক্ষেত্রে শুধু কনফার্মেশন করলেই হবে। কিন্তু, ২ লক্ষ টাকা ও তার বেশি অঙ্কের ক্ষেত্রে চেকের ডিটেইলস কনফার্ম করে জানাতে হবে গ্রাহককে। তবেই নগদ তোলা বা অ্যাকাউন্টে টাকা ফেলা যাবে। গ্রাহক যদি ফোনে কনফার্ম না করেন, সেক্ষেত্রে চেক ক্লিয়ারেন্স করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.