গোটা দেশের মতোই বাংলাতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। তার ঢেউ আছড়ে পড়ল বাংলা শিবিরেও। রবিবার রাতে বাংলার রঞ্জি দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে এখনও পর্যন্ত সাত জনের করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যার জেরে জরুরি পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।
রঞ্জি ট্রফি শুরু হতে আর ১১ দিন বাকি। তার আগে জোরকদমে চলছিল বাংলার প্রস্তুতি। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণরা। সোমবার কলকাতায় পৌঁছে যাওয়ার কথা মুম্বইয়ের। মঙ্গলবার থেকে সিসিএফসি মাঠে পৃথ্বী শ’দের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলার। ৪-৫ জানুয়ারি প্রথম এবং ৫-৬ জানুয়ারি দ্বিতীয়, মোট দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রস্তুতি ম্যাচের কী হবে, তা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুম্বই শিবির থেকে জানানো হয়েছে, প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে না তারা। আপাতত ঠিক হয়েছে, ৫-৬ জানুয়ারির প্রস্তুতি ম্যাচটি শুধু খেলবে মুম্বই।ট্রেন্ডিং স্টোরিজ
সিএবি সূত্রে খবর, রাজ্যে করোনা সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। রবিবার রাতে সেই পরীক্ষার ফল হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে, একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। রাতের দিকে বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে সিএবি-ও। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব, গীত পুরি ও স্পিন বোলিং কোচ সৌরাশিস লাহিড়ি।